আগামী জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও সমমান এবং মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে অনুমোদিত সময়সূচি (রুটিন) প্রকাশ করা হয়েছে।
নতুন সময়সূচি অনুযায়ী আগামী ২ নভেম্বর থেকে শুরু হয়ে ১১ নভেম্বর পর্যন্ত চলবে জেএসসি পরীক্ষা। আগের বছরগুলো থেকে ৩ দিন সময় কমিয়ে এবার ১২ দিনব্যাপী হবে এ পরীক্ষা।
অপরদিকে এসএসসির লিখিত পরীক্ষা ২০২০ সালের ১ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চলবে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। এছাড়া সংগীতসহ অন্য বিষয়ের ব্যবহারিক পরীক্ষা ২৩ ফেব্রুয়ারি থেকে ২৯ ফেব্রুয়ারির মধ্যে শেষ করতে হবে।