কোনও কাজে সফল হয়েছেন কিংবা সুখে-শান্তিতে আছেন? অধিকাংশ লোকেই অন্যের সফলতা বা সুখ-শান্তি দেখে আনন্দিত হলেও কেউ কেউ ঈর্ষার আগুনে জ্বলেন।
প্রকাশ্যে আপনাকে কেউ ঈর্ষা করলে আপনি সেটি সহজেই ধরতে পারবেন। তবে অনেকেই আছে যারা গোপনে ঈর্ষা করেন। তাদেরকে চিহ্নিত করা কঠিন হলেও কয়েকটি লক্ষণ দেখলে বুঝতে পারবেন।
সম্প্রতি দ্য মাইন্ডস জার্নালে প্রকাশিত প্রতিবেদনে এ বিষয়ে কয়েকটি লক্ষণ তুলে ধরা হয়েছে। চলুন দেখে নিই কীভাবে বুঝতে পারবেন কেউ আপনাকে ঈর্ষা করছে কিনা।
১. আপনাকে কেউ অনুকরণ করছে কিনা সেটি লক্ষ্য করুন। কারণ এটি গোপনে ঈর্ষা করা ব্যক্তিদের প্রথম লক্ষণ।
২. আপনাকে অযথা কেউ খোশামোদ করছে বা প্রশংসা করছে? তাহলে বুঝবেন সে আপনাকে ঈর্ষা করছে। কারণ বেশি খোশামোদকারী মানুষের মনে গোপন ঈর্ষা বসবাস করে।
৩. খেয়াল করবেন কেউ আপনার সফলতাকে ছোট করছে কিনা বা আপনার খুশির পিছনে খারাপ কিছু তুলে আনছে কিনা। যদি করে থাকে তাহলে বুঝবেন সে আপনাকে ঈর্ষা করছে।
৪. সবসময় আপনার খুঁত বা ত্রুটি ধরছে? অনেক সময় তাদেরকে বন্ধু মনে করলেও মনে রাখবেন এরা হয়তোবা আপনার গোপনে বাইরে এসব খুঁত বা ত্রুটি সবার সামনে তুলে ধরছে।
৫. আপনাকে নিয়ে কেউ নানা গুজব রটাচ্ছে? বুঝবেন সে আপনার সফলতা বা খুশিতে ঈর্ষান্বিত। তাই তাকে খুঁজে বের করুন ও থামানোর চেষ্টা করুন।
৬. যখন আপনাকে অযাচিত উপদেশ দেয় তাহলে বুঝবেন সে আপনাকে ঈর্ষা করছে। এদের থেকে দূরে থাকাই ভালো।