পৃথিবীতে আজব কিছু জায়গা আছে যা বিজ্ঞানের সাধারণ ধারণাকেও পাল্টে দেয়। মনেই হতে পারে এমনটা কীভাবে সম্ভব? তেমনই একটি ছোট্ট জায়গা হলো ভারতের কোদিনহী গ্রাম। যেখানে জমজ শিশু জন্মের হার এতোটাই বেশি যা শুনলে অনেকেই বিশ্বাস নাও করতে পারে।
ভারতের কেরালা রাজ্যের ছোট্ট গ্রাম কোদিনহী। যেখানে প্রায় দুই হাজার পরিবার রয়েছে। এখানকার সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো এই পরিবারগুলোর মধ্যে অন্তত ৪০০ পরিবারে জমজ সন্তান জন্ম নিয়েছে।
যদিও ভারতের জমজ শিশু জন্মের হার খুবই কম। দেশটিতে গড়ে এক হাজার শিশু জন্মের মধ্যে সর্বোচ্চ ৯ জন জমজ হিসেবে জন্ম নেয়, কিন্তু কোদিনহীতে এই হার ৪৫। এটি বিশ্বের যেকোনো জায়গা থেকে বেশি!
এতো পরিমান জমজ শিশু জন্মের পিছনের কারণ আজও সঠিকভাবে ব্যাখ্যা করতে পারেননি কেউ। যদিও বহুবার বহু গবেষক, বিজ্ঞানী এটি বের করার চেষ্টা করেছেন। এখানকার অধিবাসী নাকি জায়গাটির প্রভাব তারও কোনো কারণ খুঁজে পাননি তারা। কারণ এখানকার মেয়েরা অন্য দেশে বা জায়গায় বিয়ে করলে সেখানেও জমজ শিশু জন্ম দেয়ার তুলনামূলক আধিক্য দেখা গেছে।