জাতীয় নিরাপদ সড়ক দিবস আজ। বাংলাদেশে দ্বিতীয়বারের মতো দিবসটি পালিত হচ্ছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘আইন মেনে চলবো, নিরাপদ সড়ক গড়বো’।
২২ অক্টোবরকে ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ ২০১৭ সালের ৫ জুন মন্ত্রী পরিষদের সভায় সর্বসম্মতিক্রমে স্বীকৃতি দেয়া হয়। তারই ধারাবাহিকতায় দেশব্যাপী দিবসটি পালিত হচ্ছে।
জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সরকারি উদ্যোগের পাশাপাশি নিরাপদ সড়ক চাই (নিসচা)-সহ দেশব্যাপী ১২০টি শাখা সংগঠনের মাধ্যমে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। মূলত সড়কে মৃত্যুর মিছিল কমাতে ও সবার মধ্যে সচেতনতা তৈরিতে এই দিবসটি পালন করা হয়।