মাত্র সাড়ে সাত ফুট প্রশস্ত একটি বাড়ি। শহরের সবচেয়ে সংকীর্ণ বাড়ি হিসেবেই পরিচিত। মনে প্রশ্ন জাগতেই পারে, তারপরেও এতো দাম? হ্যাঁ, দক্ষিণপশ্চিম লন্ডনের বাটারসি এলাকার ‘দ্য স্লিম হাউজ’ হিসেবে খ্যাত একটি বাড়ির দাম উঠেছে ১.৪১ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি টাকায় ১১ কোটি টাকারও বেশি।
তিন তলাবিশিষ্ট এই বাড়িটিতে বসবাসের জন্য জায়গার পরিমান ১০৫০ বর্গফুট। অল্প জায়গা হলেও সেটি সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে অসাধারণ ডিজাইন করা হয়েছে।
২০১৩ সালে লন্ডনভিত্তিক আর্টিটেক্ট আলমা-নাক জায়গাটির ডিজাইন করে। এরপর বাড়ির মালিক সেটিকে এমনভাবে পরিবর্ধন করার পরিকল্পনা করে যা আগের ডিজাইনের চেয়ে প্রায় তিনগুন বেশি জায়গা দেয়।
বর্তমানে নিচতলায় দুইটি অভ্যার্থনা কক্ষ ও রান্নাঘর রয়েছে। দ্বিতীয় তলায় ড্রেসিং রুম, শাওয়ার রুমসহ একটি মাস্টার বেডরুম রয়েছে। এছাড়া দ্বিতীয় ও তৃতীয় তলা মিলে আরও তিনটি বেডরুম ও বাথরুম রয়েছে।