স্পার্টাক স্টেডিয়াম হচ্ছে রাশিয়ার মস্কোয় অবস্থিত একটি মাল্টি-পারপোজ স্টেডিয়াম। এটি অতক্রিটিয়ে এরিনা নামেই বেশি পরিচিত। ২০১৭ সালের ফিফা কনফেডারেশন্স কাপ ও ২০১৮ ফিফা বিশ্বকাপ উপলক্ষে স্টেডিয়ামটিকে স্পার্টাক স্টেডিয়াম নামকরণ করা হয়।
এই ভেন্যুটি বেশিরভাগ সময় ব্যবহৃত হয়েছে ফুটবল ম্যাচ, স্পার্টাক মস্কোর হোম ম্যাচগুলো এবং মাঝেমধ্যে রাশিয়া জাতীয় ফুটবল দলের জন্য। স্টেডিয়ামটির ধারণক্ষমতা ৪৫ হাজার ৩৬০ জন।
২০০৭ সালে স্টেডিয়াম নির্মাণ কাজ শুরু উপলক্ষে একটি জাঁকজমক অনুষ্ঠান করা হলেও নির্মাণ কাজ শুরু হয় ২০১০ সালে। আর নির্মাণ কাজ শেষ হয়েছে ২০১৪ সালের ৫ সেপ্টেম্বর।
এবারের বিশ্বকাপের মোট ৫টি ম্যাচ হবে এই স্টেডিয়ামে। শুরুটা হবে ১৬ জুন আর্জেন্টিনা ও আইসল্যান্ডের ম্যাচ দিয়ে। ব্রাজিলের ম্যাচটি সার্বিয়ার বিরুদ্ধে ২৭ জুন। ১৯ জুন পোল্যান্ড ও সেনেগাল এবং ২৩ জুন বেলজিয়াম ও তিউনিসিয়ার ম্যাচ এই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এছাড়া নকআউট পর্বের একটি ম্যাচও হবে ৩ জুলাই। সেখানে এইচ গ্রুপের চ্যাম্পিয়ন এবং জি গ্রুপের রানারআপ দল লড়বে।
স্টেডিয়ামটির চারদিক লাল ও সাদা রঙে ঘেরা। মূলত দেশটির জাতীয় পতাকার রঙ ফুটিয়ে তোলা হয়েছে এখানে।
একনজরে স্পার্টাক স্টেডিয়াম
অবস্থান : তুশিনো, মস্কো
নির্মাণ: ২০১০
উদ্বোধন : ৫ সেপ্টেম্বর, ২০১৪
নির্মাণ ব্যায় : ৪৩০ মিলিয়ন ডলার
দর্শক ধারণক্ষমতা : ৪৫৩৬০
মাঠের আয়তন : ১০৫ x ৬৮ মিটার
তথ্যসূত্র : উইকিপিডিয়া ও অনলাইন