২০১৫ সালে সবচেয়ে বেশি সার্চ হওয়া বিষয়গুলোর তালিকা প্রকাশ করেছে জনপ্রিয় সার্চ ইঞ্জিন ইয়াহু। আর এই তালিকার প্রথমে হয়েছে ‘ববি ক্রিস্টিনা ব্রাউন’।
ববি একজন আমেরিকান গায়িকা এবং অভিনেত্রী ছিলেন যিনি গত জুলাইয়ে মারা যান। তিনি গায়িকা হুইটনি হাউস্টনের মেয়ে ছিলেন।
তালিকায় এরপরে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে অ্যাপলের স্মার্টফোন ‘আইফোন’। সবচেয়ে বেশি যেই প্রশ্নটি খোঁজা হয়েছে সেটি হচ্ছে, ‘হাউ ডু ইউ টাই এ টাই?’
খেলাধুলা বিষয়ক সবচেয়ে বেশি সার্চ হয়েছে ম্যাওয়েদার এবং প্যাকুয়েওর বিখ্যাত বক্সিং ফাইট যেটাকে বলা হচ্ছে ‘ফাইট অফ দ্য সেঞ্চুরি’।
টাইম ম্যাগাজিন বলছে, ২০১৫ সালের সবচেয়ে শক্তিশালী বিজ্ঞাপন ছিল অ্যাড কাউন্সিলের ‘লাভ হ্যাজ নো লেবেলস’। আর এ বছর সবচেয়ে বেশি ছড়িয়েছিল আমেরিকার ফার্স্ট লেডি মিশেল ওবামার একটি নাচের ভিডিও।
এই ম্যাগাজিনের মতে এই বছর সবচেয়ে বেশি তর্ক হয়েছে একটি পোশাকের ছবি নিয়ে যেখানে প্রশ্ন ছিল ‘এই পোশাকটি নীল এবং কালো নাকি সাদা এবং সোনালী?’
এ বছর সবচেয়ে বেশি রিটুইট হয়েছে যুক্তরাজ্য ভিত্তিক ব্যান্ড ওয়ান ডিরেকশনের সদস্য জায়ান মালিকের ব্যান্ড ছেড়ে চলে যাওয়ার টুইট ‘All the love as always. H’ । এটি ৭ লাখ বারের বেশি রি টুইট হয়েছিল।
২০১৫’র জনপ্রিয় হ্যাশট্যাগ ছিল #ParisAttacks , #RefugeesWelcome, #FIFAWWC, #PlutoFlyby, #TheDress ।