ব্রিটিশ নভোচারী টিম পিক এবার মহাকাশে দৌড়ালেন ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। গত রবিবার লন্ডনে অনুষ্ঠিত ৩৬তম লন্ডন ম্যারাথনে তিনি অংশ নেন পৃথিবী থেকে শত মাইল উপরে মহাকাশ থেকে।
ম্যারাথন শুরুর আগে পিকের রেকর্ড করা একটি ভিডিও বড় পর্দায় দেখানো হয় যেখানে সে সব প্রতিযোগীকে শুভকামনা জানিয়েছেন।
টিম পিক প্রথম ব্রিটিশ ইউরোপিয়ান স্পেস এজেন্সির নভোচারী যিনি সত্যি সত্যি ১৯৯৯ সালে ম্যারাথনে অংশ নিয়েছিলেন। ৩ ঘণ্টা ১৮ মিনিটে তিনি ৪২ কিলোমিটার দৌড়েছিলেন।
কিন্তু এইবার তার পদক্ষেপ সম্পূর্ণ ভিন্ন ছিল। তিনি আন্তর্জাতিক স্পেস স্টেশনের একটি ট্রেডমিল বা চাকতির সাথে নিজেকে ফিতা দিয়ে বাঁধেন এবং ম্যারাথন দৌড়ের একটি ভিডিও দেখতে দেখতে তিনি মহাকাশে দৌড়াতে থাকেন। পুরো বিষয়টিতে ভার্চুয়াল আর রিয়্যালিটির একটি সংমিশ্রণ ছিল। প্রায় ৪ ঘণ্টা লেগেছিল পিকের পুরো ম্যারাথন শেষ করতে।
পিকের দুইজন সহকর্মী স্পেসস্যুট পড়ে লন্ডনে এই ম্যারাথনে অংশ নেন। এর আগে ২০০৭ সালে নাসার নভোচারী সুনিতা উইলিয়ামস একইভাবে বোস্টন ম্যারাথনে অংশ নেন।