গরম পানিতে রং দ্রুত ছড়ায়

 

 

গরম পানিতে রং দ্রুত ছড়ায় নাকি ঠাণ্ডা পানিতে ? 

 

কি কি লাগবেঃ 

  • গরম পানি দিয়ে পূর্ণ একটি পরিষ্কার গ্লাস
  • ঠাণ্ডা পানি দিয়ে পূর্ণ একটি পরিষ্কার গ্লাস
  • নীল রং 
  • একটি ড্রপার (Dropper)

পরীক্ষাঃ

  • একই পরিমাণ গরম ও ঠাণ্ডা পানি নিয়ে দুটি পৃথক গ্লাস পূর্ণ করবো
  • এবার, উভয় গ্লাসে ড্রপার দিয়ে এক ফোঁটা নীল রংগরম ও ঠাণ্ডা পানিতে ছাড়বো 
  • দেখো তো, কোন গ্লাসে রং দ্রুত ছড়াচ্ছে ? 

ফলাফল :    

 গরম পানির অণুগুলো ঠাণ্ডা পানির চেয়ে দ্রুত চলাচল করে। তাই গরম পানিতে নীল রঙটি ছাড়ার পর দ্রুত পানিতে ছড়িয়ে পড়ে।   

 

 

 

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন!
অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন