জ্বালানো হলো অলিম্পিক মশাল

এপ্রিলের ২১ তারিখ গ্রিসের অলিম্পিয়ায় এক উৎসবের মাধ্যমে প্রজ্বলন করা হয়েছে অলিম্পিক মশালের। এই মশাল যাত্রা শুরু করেছে ব্রাজিলের উদ্দেশ্যে। ব্রাজিলের রিও ডি জেনিরিওতেই আগামী ৫ আগস্ট থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০১৬ গ্রীষ্মকালীন অলিম্পিক।

মশালটি প্রথম ৬ দিন ঘুরেছে গ্রিসজুড়ে। এরপর এটি গিয়েছে ব্রাজিলে এবং সেখানে মোট ১২ হাজার ব্যক্তি রিলে স্টাইলে এই মশালটি নিয়ে সমগ্র ব্রাজিল প্রদক্ষিণ করবে। বিশ্বের ৫ম বৃহত্তম দেশ বলে এই মশালকে একটি লম্বা পথ পাড়ি দিতে হবে। সবশেষে অলিম্পিক মশাল গিয়ে থামবে রিও ডি জেনিরিওতে যেখানে আগস্টের ৫ তারিখ অনুষ্ঠিত হবে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান।

প্রতি অলিম্পিক গেমের আগে এই অলিম্পিক মশাল জ্বালানো হয় আধুনিক অলিম্পিকের উৎপত্তিস্থল গ্রিসের অলিম্পিয়ায়। তারপর সেখান থেকে যায় সে বছর যেখানে অলিম্পিক আয়োজন করা হয়েছে সেদেশে। ১৯৩৬ সাল থেকেই এই রীতি চলে আসছে, যদিও মশালের রীতি চালু হয়েছিল ১৯২৮ সালে।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন!
অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন