সরকারি হিসাবমতে বাংলাদেশে মোট ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৮ কোটি। তবে দেশে ১৫ বছরের কমবয়সী শিশুদের মধ্যে মাত্র ৫ শতাংশ ইন্টারনেট ব্যবহার করে। ইউনিসেফ প্রকাশিত ‘দ্য স্টেট অব দ্য ওয়ার্ল্ডস চিলড্রেন’ শীর্ষক প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
ডিজিটাল প্রযুক্তির বিভিন্ন দিক নিয়ে জরিপ চালিয়ে শিশুদের ওপর এর প্রভাব এবং তাদের জীবনে ডিজিটাল প্রযুক্তির ঝুঁকি এবং সুযোগ নিয়ে ইউনিসেফ এই প্রতিবেদন প্রকাশ করেছে।
মূলত কম আয়ের দেশগুলোতে শিশুদের ইন্টারনেট ব্যবহার কম বলে প্রতিবেদনে জানানো হয়েছে। সেখানে একই সারিতে জিম্বাবুয়ের নামও উঠে এসেছে।
প্রতিবেদনটিতে শিশুদের অনলাইন নিরাপত্তা ও ঝুঁকি নিয়ে পদক্ষেপ নেওয়ার কথা বললেও শিশুদের ইন্টারনেট ব্যবহারের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে। যেসব শিশু ইন্টারনেট আওতার বাইরে রয়েছে তারা ভালোমানের শিক্ষামূলক উপকরণ, আন্তর্জাতিক তথ্য, অনলাইনে শিক্ষার সুযোগসহ বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে বলেও জানানো হয়।