তোমরা কখনো পানির উপর মোমবাতি দেখেছো ? শুনতে হাস্যকর লাগলেও আজ আমরা পানির উপর মোমবাতি বানানো শিখবো…!!
দেখা যাক, কিভাবে পানির উপর মোমবাতি বানানো যায়…
যা যা লাগবে:
- একটি মোমবাতি
- একটি প্লাস্টিকের টুকরো
- খাবার তেল (সয়াবিন)
- পানি
- একটি গ্লাস
যেভাবে করবে:
- প্রথমে প্লাস্টিকের টুকরোটি কেটে বোতলের ছিপির আকারে গোল করে কেটে নাও
- প্লাস্টিকের অংশটির বরাবর মাঝখানে একটি ছোট্টো ছিদ্র করে নাও
- এরপর মোমবাতিটি পুরোপুরি কেটে ভিতরের সুতাটি বের করে প্লাস্টিকের অংশটির মাঝখান দিয়ে প্রবেশ করাও
- এবার , গ্লাসের দুই-তৃতীয়াংশ পানি এবং বাকি অংশ খাবার তেল দিয়ে পূর্ণ করে নাও
- এরপর, প্লাস্টিকের অংশটি গ্লাসের উপর বসিয়ে দাও
- এবারে ,মোমের সূতাটি জ্বালিয়ে দিয়ে অপেক্ষা করতে থাকো
হয়তো ভাবছো, কিছুক্ষণ পর আগুন নিভে যাবে ?? তাই না ?
না, সেটা হবে না। অনেক অনেক সময় ধরে সূতাটি পানির উপর ভাসমান অবস্থায় জ্বলতে থাকবে।
ব্যাস…!! হয়ে গেলো আমাদের পানির উপর মোমবাতি
কারণ:
মজার বিষয় হচ্ছে, তেল ও পানি কখনোই একসাথে মিশবে না। পানির উপর তেল ভাসবে কেননা তেলের ঘনত্ব পানির চেয়ে কম। অর্থাৎ, দুই তরলের মধ্যে যার ঘনত্ব বেশী তা ডুবে যাবে।
আগুনের তাপে মোম গলে যেয়ে চারপাশে যে দেয়াল সৃষ্টি করবে, তারপর ভেতর দিয়ে জ্বলতে থাকবে আগুন। তরল পর্দাথের অণুগুলো যদি অন্য কোনো পদার্থের অণু দ্বারা আকৃষ্ট হয়, তাহলেই তা ওই পদার্থে লেগে থাকবে অর্থাৎ ভিজিয়ে দেবে। কিন্তু মোম বা মোম জাতীয় পদার্থগুলো আণবিক গঠনের কারনে তরলের সংস্পর্শে আসলেও তরলের সাথে মিশ্রিত হয় না। তাই তরল পর্দাথের কণাগুলো মোমের সূতার সংস্পর্শে যেতে পারে না, তাই , পানির উপর মোমবাতিটির দীর্ঘস্থায়িত্ব ও বাড়ে।
চলো নিচের ভিডিওতে কিভাবে পানির উপর মোমবাতিটি জ্বলে তা এক পলক দেখে নেই