অবৈধভাবে বন্যপ্রাণী হত্যার ক্ষতকির দকিগুলো তুলে ধরতে তৈরি করা হয়েছে নতুন একটি গেম।
যুক্তরাজ্যের রাজপরিবারের উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম ও জনপ্রিয় গেম ‘অ্যাংরি বার্ডস’-এর নির্মাতা রোভিও এন্টারটেইনমেন্টের যৌথ উদ্যোগে নির্মিত এই গেমটি বাজারে এসেছে গত সোমবার ।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, নতুন ওই গেমে হাতিসহ বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী অবৈধভাবে হত্যার ভয়ঙ্কর প্রভাবগুলো গুরুত্ব পাবে।
গেমটির নাম দেওয়া হয়েছে ‘রোল উইথ দ্য প্যাঙ্গোলিনস’ (roll with the pangolin)।
মাংস ও ঐতিহ্যবাহী ওষুধ তৈরির জন্য অ্যান্টইটার নামের প্রাণী হত্যার বিষয়টি গেমটিতে তুলে ধরা হয়েছে। প্রিন্স উইলিয়ামের দাতব্যপ্রতিষ্ঠান ইউনাইটেড ফর ওয়াইল্ডলাইফ ও রোভিও এন্টারটেইনমেন্ট যৌথ উদ্যোগে গেমটি তৈরি করেছে।
এদিকে এক বার্তায় অবৈধভাবে হাজারো প্রাণী নিধনের বিষয়ে সতর্ক করেছেন প্রিন্স উইলিয়াম। তিনি বলেন, প্রাণীদেহের পাচার অপরাধীচক্র ও উগ্রপন্থী গোষ্ঠীর অর্থায়নে সাহায্য করছে। এ ব্যাপারে এখনই সতর্ক না হলে এই অসাধারণ সৃষ্টি অচিরেই চিরতরে হারিয়ে যাবে।