জার্মানির স্বনামধন্য গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ভক্সওয়াগন সম্প্রতি এক অভিনব প্রতারণার দায়ে অভিযুক্ত হয়েছে। গাড়ি থেকে বিভিন্ন ক্ষতিকর পদার্থ নির্গত হয় যা আমাদের পরিবেশ মূলত বায়ুকে দূষিত করে। এদের মধ্যে কিছু কিছু আবার পরিবেশের সাথে সাথে সরাসরি মানব দেহের জন্যও ক্ষতিকর।
এ কারণে প্রতিটি দেশের সরকার গাড়িগুলোর জন্য দূষণের একটি নির্দিষ্ট মাত্রা নির্ধারণ করে দেয়। পরীক্ষার মাধ্যমে এই গাড়িগুলো যদি সেই মাত্রার ভিতরে থাকে তাহলেই সেগুলোকে অনুমতি দেয়া হয়।
যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা খেয়াল করেছেন, ভক্সওয়াগনের গাড়িগুলো রাস্তায় চলার সময় নির্ধারিত মাত্রার চাইতে বেশি দূষণ করছে। তাহলে এই গাড়িগুলো কীভাবে নির্ধারিত মাননিয়ন্ত্রণ পরীক্ষায় পাশ করলো।
অনুসন্ধানে দেখা গেছে, এসব গাড়িতে একটা সফটওয়্যার ইন্সটল করা আছে যা বুঝতে পারে কখন গাড়িগুলোকে পরীক্ষা করা হবে। ‘ডিফিট ডিভাইস’ নামের এই সফটওয়্যারটি তখন এদের দূষণের মাত্রা নিয়ন্ত্রণে রাখে। কিন্তু রাস্তায় চলার সময় সফটওয়্যারটি এই কাজ বন্ধ রাখে।
এই ঘটনার পর প্রতিষ্ঠানটির সিইও মার্টিন উইন্টারকর্ন পদত্যাগ করেন। কীভাবে গাড়ির মধ্যে এটি ঘটে সেটি বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে ভক্সওয়াগন।
ভক্সওয়াগন জার্মানির একটি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান যা স্থাপিত হয় ১৯৩৭ সালে। ২০১৪ সালে প্রতিষ্ঠানটি প্রায় ১ কোটি গাড়ি বিক্রি করে। জাপানের টয়োটা কোম্পানির পরেই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গাড়ি বিক্রেতা প্রতিষ্ঠান ভক্সওয়াগন।