মহাকাশে দুটি ব্ল্যাক হোলের সংঘর্ষ

মহাকাশ বিজ্ঞানীরা জানিয়েছেন দুটি গ্যালাক্সির কেন্দ্রে থাকা দুটি ব্ল্যাক হোলের মধ্যে সংঘর্ষ হচ্ছে। তারা আরও বলেন এই সংঘর্ষের ফলাফল হতে পারে অবিশ্বাস্যরকমের কিছু।
ব্ল্যাক হোল মাঝে মাঝে গ্যাস উৎপন্ন করে এবং এর কণাগুলো এমন গতিতে ছুটতে থাকে যেন ‘কোয়েসার’ উৎপন্ন হয়েছে।

কোয়েসার হচ্ছে আলোর ভরবিশিস্ট উজ্জ্বল কণা যেটি একটি গতিসম্পন্ন কণার রেডিয়েশন থেকে সৃষ্টি হয়। সম্প্রতি অনেক দূর থেকে আসা এমনই একটি কোয়েসার দেখতে পেয়েছেন বিজ্ঞানীরা। তারা ধারণা করছেন দুটি ব্ল্যাক হোলের সংঘর্ষ থেকেই উৎপন্ন হয়েছে এটি।

বিজ্ঞানীদের বিশ্বাস, এই দুটি ব্ল্যাক হোলের সংঘর্ষ থেকে যে পরিমাণ শক্তি উৎপন্ন হচ্ছে তা ১০০টি সুপারনোভার বিস্ফোরণের ফলে সৃষ্ট শক্তির সমান। এতো বিপুল পরিমাণ শক্তির বিকিরণ মহাবিশ্বের যে কোনো রকম পরিবর্তন ঘটাতে সক্ষম। ধারণা করা হচ্ছে, দুটি ব্ল্যাক হোলের মধ্যে সংঘর্ষের ঘটনা আগামী ১ মিলিয়ন বছরেও আর দেখা যাবে না।

ক্যালিফোর্নিয়া ইন্সটিটিউট অফ টেকনোলজির বিজ্ঞানী ম্যাথিউ গ্রাহাম বলেন, ‘দুটি ব্ল্যাক হোলের মধ্যে সংঘর্ষের ফলে কি ঘটতে পারে সে সম্পর্কে আমাদের এখনো অনেক কিছুই জানা নাই। এ কারণেই আমরা সম্পূর্ণ ঘটনাটিকে গভীরভাবে পর্যবেক্ষণ করছি’।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন!
অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন