মধ্যযুগীয় যুদ্ধে ব্যবহৃত পৃথিবীর সবচাইতে পুরাতন কামানের গোলাটি পুনরাবিষ্কার করা হয়েছে ইংল্যান্ডে।
বড়সড় আকৃতির এই গোলাটি ছোঁড়ার পর বেশ কয়েকবার ড্রপ খেয়েছিল তাই এর দুটি জায়গা আঘাতপ্রাপ্ত হয়ে ভেঙে গিয়েছে।
বেশ কিছু বছর আগে হারিয়ে যাওয়া এই কামানের গোলাটি ব্যবহার করা হয়েছিলো ১৪৬০ সালের নর্থহাম্পটন যুদ্ধে।
‘ওয়ার অফ রোজেস’ নামের এই যুদ্ধ ৩২ বছর স্থায়ী ছিল।
ইংল্যান্ডের সিংহাসনের জন্য ইয়র্ক এবং ল্যাঙ্কাস্টার পরিবারের মধ্যে এই যুদ্ধ হয়েছিলো।
অবশেষে বসওয়র্থের যুদ্ধে রাজা ৩য় রিচার্ডকে পরাজিত করে জয়ী হন ল্যাঙ্কাস্টার হাউসের হেনরি টিউডোর।
বেশিরভাগ ইতিহাসবিদের ধারণা কামানের গোলাটি চীনে তৈরি করা হয়েছিলো এবং ব্যবহার করার জন্য পড়ে ইউরোপে নিয়ে আসা হয়। ইংরেজরা কামান ব্যবহার শুরু করে ১৩২৭ সাল থেকে।
গানপাউডার নির্ভর এ অস্ত্রটি সে বছর স্টেনহোপ পার্ক যুদ্ধে ব্যবহার করা হয় প্রথম। স্কটল্যান্ডের স্বাধীনতার প্রথম যুদ্ধের একটি ছিল এটি।
বেশ ওজনদার এই গোলা কয়েক বছর আগে খুঁজে পাওয়ার পর সেটি আবার হারিয়ে যায়। এরপর ইংল্যান্ডের ইউনিভার্সিটি অফ হাডারসফিল্ডের প্রত্নতত্ত্ববিদ গত বছর এটি আবার খুঁজে পান।
তিনি গোলার গায়ে দুটি বড় ক্ষত আবিষ্কার করেন। এর গায়ে একটি গর্তও আছে। তিনি ধারণা করছেন, কোন গাছের গায়ে ধাক্কা খেয়েই গোলাটি এমন বিকৃত হয়ে গিয়েছে।
ইতিহাসবিদেরা জানান, বৃষ্টি হওয়ার কারণে ল্যাঙ্কাস্টাররা কামান ছুড়তে পারেনি। তাই তারা ধারণা করছেন গোলাটি সম্ভবত ইয়র্করা ছুঁড়েছিল।