স্মার্টফোনের জগতে বর্তমানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় অপারেটিং সিস্টেম 'অ্যান্ড্রয়েড'। ক্রেতাদের চাহিদা পূরণ আর সুলভ মূল্য হওয়ার কারণে অনেকেই এখন ঝুঁকছেন অ্যান্ড্রয়েড ফোনের দিকে।
কিন্তু অ্যান্ড্রয়েড ফোন নিয়ে অনেকের মনেই রয়েছে নানারকম ভুল ধারণা, বিশেষ করে এর নিরাপত্তা, জটিলতা, পারফর্মেন্স আর সার্ভিস বিষয়ক। এমনই কিছু ভ্রান্ত ধারণা নিয়ে এই প্রতিবেদন।
১. অ্যান্ড্রয়েড খুবই জটিল
নতুন ব্যবহারকারীদের জন্য অ্যান্ড্রয়েড একটি জটিল অপারেটিং সিস্টেম বলে একটা ভুল ধারণা প্রচলিত আছে সবার মধ্যে। কিন্তু এটা মোটেও ঠিক নয়। আপনি যদি আগে অন্য অপারেটিং সিস্টেম ব্যবহার করে থাকেন বা কোন স্মার্টফোনই ব্যবহার না করেন তারপরও আপনি সহজেই অ্যান্ড্রয়েডের সাথে মানিয়ে নিতে পারবেন।
তবে এটা ঠিক যে আপনি অ্যান্ড্রয়েড ফোনের সকল সুবিধা যদি শতভাগ উপভোগ করতে চান সেক্ষেত্রে আপনাকে কিছুটা দক্ষ হতেই হবে। তবে সাধারণভাবে আপনি এমনিতেই অ্যান্ড্রয়েড ফোন চালাতে পারবেন।
২. অ্যান্ড্রয়েড ফোন অবশ্যই ভাইরাস আক্রান্ত হবে
সবারই ধারণা অ্যান্ড্রয়েড ফোনের নিরাপত্তা খুব দুর্বল তাই এটি যেকোনো সময় ভাইরাস ও ম্যালওয়ার দ্বারা আক্রান্ত হবে। ব্যাপারটি পুরোপুরি ঠিক নয়। আপনি যদি নিয়মিত আপনার ফোন আপডেট করেন তাহলে আপনার স্মার্টফোনটিও সুরক্ষিত থাকবে।
অন্য কোন থার্ড-পার্টি অ্যাপ স্টোর থেকে অ্যাপ না নামিয়ে শুধু গুগল প্লে স্টোর থেকে নামালে ভাইরাসের কোন চিন্তা করার প্রয়োজন নেই।
৩. সব স্মার্টফোনে অ্যান্ড্রয়েড একইরকম
যদিও বেশিরভাগ অ্যান্ড্রয়েড স্মার্টফোনেই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম একইরকম হয়ে থাকে কিন্তু তারপরও অনেক স্মার্টফোনে বিস্তর পার্থক্য থাকে। যেহেতু অ্যান্ড্রয়েড একটি ওপেন সোর্স প্ল্যাটফর্ম এবং কাস্টোমাইজ করা যায় তাই অ্যান্ড্রয়েড প্রতিনিয়ত পরিবর্তিত হয়।
একেকরকম ভার্সনে অ্যান্ড্রয়েড দেখতে একেকরকম হয়ে থাকে। আবার বিভিন্ন স্মার্টফোনেও অ্যান্ড্রয়েড বিভিন্ন রকম হয়। যেমন স্যামসাং ফোনের অ্যান্ড্রয়েড এবং এইচটিসি ফোনের অ্যান্ড্রয়েড দেখতে কিছুটা ভিন্ন।
৪. ভালো ভালো অ্যাপ অ্যান্ড্রয়েডে আগে পাওয়া যায়না
যদিও অনেক ভালো ভালো অ্যাপই আগে আইওএস-এ পাওয়া যায় কিন্তু সবক্ষেত্রে এমনটা হয়না। অ্যান্ড্রয়েড ফোনের জনপ্রিয়তার কারণে এখন ভালো অ্যাপগুলোরও অ্যান্ড্রয়েড ভার্সণ ছাড়া হয়। অনেক সময় আইওএস এবং অ্যান্ড্রয়েড উভয় ভার্সনই একসাথে পাওয়া যায়।
৫. গুগল ছাড়া অ্যান্ড্রয়েড ব্যবহার করা যায় না
গুগল এবং গুগলের বিভিন্ন সার্ভিস যেমন জিমেইল, গুগল ম্যাপ, গুগল ড্রাইভ এসব অ্যান্ড্রয়েড ফোনে ব্যবহার করা ভালো। কিন্তু চাইলে আপনি এগুলো ব্যবহার না করেও থাকতে পারবেন। যেহেতু অ্যান্ড্রয়েড সহজেই কাস্টোমাইজ করা যায় তাই আপনি চাইলে অন্যান্য সার্ভিসও ব্যবহার করতে পারেন।