ইন্টারন্যাশনাল টার্কিশ হোপ স্কুলে বিজ্ঞান মেলা

ইন্টারন্যাশনাল টার্কিশ হোপ স্কুলের জুনিয়র শাখার বার্ষিক বিজ্ঞান মেলা ২০১৬ অনুষ্ঠিত হয়েছে। প্রথম থেকে পঞ্চম গ্রেডের দুইশ’র বেশি শিক্ষার্থী প্রায় ১৫০টি সায়েন্স প্রোজেক্ট প্রদর্শন করে এই মেলায়। বিজ্ঞান বিষয়ে তাদের বিস্তারিত জ্ঞান আর দক্ষতা প্রকাশ পেয়েছে এইসব প্রকল্পে। চিনি-পানি ঘনত্ব, ঘরে তৈরি করা কম্পাস, অরেঞ্জ ক্যান্ডেল, বিদ্যুৎচোম্বকীয় ক্ষেত্র, পানি দিয়ে সুর তৈরি এরকম অনেকগুলো প্রদর্শনী নিয়ে তারা মেলায় উপস্থিত হয়।

শিক্ষার্থীদেরকে উৎসাহ দেয়ার জন্য মেলায় উপস্থিত ছিল তাদের অভিভাবকগণ। শিক্ষক আর বিচারকরাও সেখানে উপস্থিত থেকে বিজ্ঞান প্রদর্শনী আর গবেষণাগুলোর ব্যাখ্যা শুনেছে। ইন্টারন্যাশনাল টার্কিশ হোপ স্কুলের ফেসবুক পাতা ও ইউটিউব চ্যানেলে গেলে এই বিজ্ঞান মেলা সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

(তহমিনা, লেখিকা ইন্টারন্যাশনাল টার্কিশ হোপ স্কুলের একজন সম্মানিত অভিভাবক )

রিপ্লাই লিখুন:

আপনার মন্তব্য লিখুন!
অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন