বন্ধুরা, তোমরা কি লক্ষ্য করেছো গরমের দিনে সাদা কাপড় ব্যবহার করা আরামদায়ক ? কিন্তু কেন? তাহলে শোনো বন্ধুরা, যে কাপড় যত বেশী তাপ শোষণ করে সেই কাপড় ব্যবহার করলে তত বেশী গরম লাগে। তাহলে গরমের দিনে যে কাপড় কম তাপ শোষণ করে তা ব্যবহার করা উত্তম। সবচেয়ে মজার বিষয় বন্ধুরা, বস্তুর তাপ শোষণ ক্ষমতা তার রঙের উপর নির্ভর করে। সাদা কাপড়ের উপর আপতিত তাপ বেশির ভাগই প্রতিফলিত হয় বলে এর শোষণ ক্ষমতা একেবারে কম। তাই গরমের দিনে সাদা কাপড় ব্যবহার করলে সূর্যের তাপ সাদা কাপড়ে পড়ে বেশির ভাগই প্রতিফলিত হয়ে যায়। কাপড়ের তাপমাত্রা এতে সামান্য বাড়লেও তা ব্যবহার করা আরামদায়ক।