আমাদের পাশের দেশ ভারতে তৈরি হতে যাচ্ছে পৃথিবীর সবচাইতে বড় সোলার প্লান্ট। ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে পাল্লা দিতেই ২০ হাজার মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সোলার প্লান্টটি তৈরির উদ্যোগ নিয়েছে ভারত।
বর্তমানে ভারতের জনসংখ্যা প্রায় ১৩০ কোটি যা পৃথিবীর মোট জনসংখ্যার ১৭ শতাংশ। অর্থনৈতিক দিক থেকে এটি পৃথিবীর ১০তম দেশ। গত এক দশকে দেশটির জিডিপি ৪.৭% থেকে বেড়ে দাঁড়িয়েছে ১০.৩%।
জনসংখ্যা এবং অর্থনীতি বৃদ্ধির সাথে সাথে ভারতের বিদ্যুতের চাহিদাও বাড়ছে। যেখানে ২০০০ সালে ভারতের বিদ্যুৎ প্রয়োজন হতো ৩ লাখ ৭৬ হাজার গিগাওয়াট, সেখানে ২০১২ সালে বিদ্যুতের চাহিদা এসে দাঁড়িয়েছে ৮ লাখ ৬৯ হাজার গিগাওয়াট অর্থাৎ ১৩০ শতাংশ চাহিদা বৃদ্ধি পেয়েছে।
কিন্তু এই পরিমাণ বিদ্যুৎ উৎপাদনে কয়লার উপর চাপ পড়ার কারণে ভারতকে ঝুঁকতে হচ্ছে সূর্যশক্তির দিকে।
তাই বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় ভারত তৈরি করতে যাচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ সোলার প্লান্ট। ১.৩ বিলিয়ন ডলারের এ প্রকল্পটি ক্যালিফোর্নিয়ার পাওয়ার প্লান্টের চেয়ে ৩৬ শতাংশ বড়।
ছোট ছোট পাওয়ার প্লান্ট করতে যেসব আমলাতান্ত্রিক এবং কাঠামোগত জটিলতার মুখোমুখি হতে হয় সেগুলোর কারণে প্রকল্পগুলো প্রায়ই আলোর মুখ দেখেনা। একারণেই একসাথে এতো বড় প্রকল্প হাতে নিয়েছে ভারত।