বাতাসের আর্দ্রতা

টিভিতে কখনো আবহাওয়ার খবর শুনেছো ? শুনে থাকলে দেখবে, আবহাওয়ার খবরের উপস্থাপক বা উপস্থাপিকা বলেন যে ঢাকায় আজকের বাতাসের আর্দ্রতা ৬১ % । বলতে পারবে বাতাসের আর্দ্রতা বলতে কি বুঝানো হয়েছে ?

কোন স্থানের বাতাসের আর্দ্রতা নির্ভর করে বাতাসে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণের উপর। জলীয় বাষ্প হচ্ছে পানির বায়বীয় রূপ ।

নির্দিষ্ট তাপমাত্রায় বাতাসের জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা নির্দিষ্ট থাকে। কিন্তু দেখা যায়, বাতাস যতটুকু জলীয় বাষ্প ধারণ করতে পারে ততটুকু পরিমাণ জলীয় বাষ্প থাকে না। আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করা হয় বাতাসে প্রকৃতপক্ষে উপস্থিত জলীয়বাষ্পের পরিমাণ ও উক্ত তাপমাত্রায় যতটুকু জলীয়বাষ্প উপস্থিত রয়েছে এর অনুপাতের উপর ভিত্তি করে।

সাধারণত, বাতাসের আপেক্ষিক আর্দ্রতাকে শতকরা হিসেবে প্রকাশ করা হয় ।

তাহলে, ঢাকায় আজকের বাতাসের আর্দ্রতা ৬১ % বলতে কি বুঝানো হয়েছে ?

বাতাস যতটুকু জলীয় বাষ্প ধারণ করতে পারে তার শতকরা ৬১ ভাগ জলীয় বাষ্প উপস্থিত রয়েছে ঢাকার বাতাসে আজকে ।

আবহাওয়া বিজ্ঞান বিভাগ বায়ু মণ্ডলের আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করে আবহাওয়া সম্পর্কে পূর্বাভাস দিয়ে থাকে।

 

                                   

    

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন!
অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন