রেড সি বা লোহিত সাগর হচ্ছে ভারত মহাসাগরের একটি বর্ধিত অংশ। এই সাগর আফ্রিকা ও এশিয়া মহাদেশকে পৃথক করেছে।
দক্ষিণে বাব এল মান্দেব প্রণালী ও এডেন উপসাগরের মাধ্যমে ভারত মহাসাগরের সাথে যুক্ত হয়েছ লোহিত সাগর। উত্তর দিকে গালফ অফ আকাবা দ্বারা মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে সংযুক্ত। সেই সাথে ভূমধ্যসাগরের দক্ষিণ দিকে সুয়েজ খাল দ্বারা যুক্ত হয়েছে এই সাগরের সাথে।
লবণাক্ত এই সাগরের দৈর্ঘ্য ১৯০০ কিমি এবং সর্বাধিক ৩০০ কিমি প্রশস্ত। এর মোট আয়তন ১ লাখ
৭৪ হাজার বর্গকিলোমিটার। লোহিত সাগরের গড় গভীরতা প্রায় ৫০০ মিটার এবং সর্বোচ্চ গভীরতা ২,৫০০ মিটার।
লোহিত সাগরের আশপাশের মরুভূমিতে ঘূর্ণিঝড় সৃষ্টি হয় তখন মরুভূমির উত্তপ্ত বালু এই সাগরের উপর দিয়ে প্রবাহিত হয়। প্রচণ্ড উত্তাপের কারণে এবং বৃষ্টিপাতের অভাবে সাগরের পানি বাষ্পীভূত হয়ে যায় বলে এই সাগরের লবনাক্ততাও বেড়ে একে পৃথিবীর সবচেয়ে লবণাক্ত সাগরগুলোর মধ্যে একটিতে পরিণত করেছে। এই সাগরের লবণাক্ততা ৩.৬% থেকে ৩.৮%।
লোহিত সাগরে প্রশস্ত মহীসোপান থাকার কারণে এতে বসবাসকারী জলজ জীব ও প্রবালগুলি বিখ্যাত। এই সাগরে প্রায় ১,০০০ প্রজাতির অমেরুদন্ডী প্রাণী ও ২০০ রকমের নরম ও শক্ত প্রবালের বাস রয়েছে।
রোদের উপস্থিতি, সাদা বালির তট, বৈচিত্রময় প্রবাল আর বিক্ষিপ্তভাবে ডুবে যাওয়া জাহাজগুলোর কারণে এই সাগর একটি বড় পর্যটন স্থানে পরিণত হয়েছে।