উড়ন্ত মানব !

কোন পাখি বা প্লেন নয়। এদেরকে বলা হয় জেটম্যান। সুইজারল্যান্ডের ইভেস রোজি এবং ফ্রান্সের ভিনসেন্ট রেফেটকে তাদের কাজকর্মের জন্য জেটম্যান বা অনেক সময় উড়ন্ত মানব হিসেবেও ডাকা হয়।

সম্প্রতি এই দুই উড়ন্ত মানব উড়ে বেড়িয়েছেন সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাই আর মরুভূমির উপর দিয়ে। রোজি একটি ফ্লাইং স্যুট উদ্ভাবন করেছে যেটা ঘণ্টায় ৩০০ কিলোমিটার বেগে উড়তে পারে। এতে রয়েছে ৪টি জেট ইঞ্জিন।

অন্যদিকে রেফেট বিখ্যাত তার বেস (BASE) জাম্পের জন্য। BASE হচ্ছে Building, Antenna, Span (bridges) আর Earth (cliffs)-এর সংক্ষিপ্ত রূপ। পৃথিবীর উঁচু উঁচু সব ভবন থেকে লাফানোর অভিজ্ঞতা আছে রেফেটের। গত বছর তিনি দুবাইয়ের ২ হাজার ৭১৬ ফিট উঁচু বুর্জ খলিফা থেকে লাফিয়ে পড়েন।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন!
অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন