খাবারের অপচয়

সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক পত্রিকা ‘দ্য নিউইয়র্ক টাইমস’ পৃথিবীতে প্রতিদিন উৎপাদিত আবর্জনা নিয়ে একটি জরিপ চালিয়েছে। এ জরিপের মাধ্যমে পাওয়া গেছে বিস্ময়কর সব তথ্য:

· পৃথিবীতে যত খাবার উৎপাদিত হয় তার এক-তৃতীয়াংশ খাওয়া হয় না বরং নষ্ট হয়। এসব আবর্জনা প্রক্রিয়াকরণ করতে প্রতিবছর ৪০০ বিলিয়ন মার্কিন ডলার খরচ হয়।

· ভোক্তা এবং বিক্রেতাদের দ্বারা শুধুমাত্র উন্নত দেশগুলোতে যে পরিমাণ খাবার বিনষ্ট হয় তা যদি সঠিকভাবে বিতরণ করা হতো তাহলে পৃথিবীর ৮৭০ মিলিয়ন অভুক্ত মানুষকে সহজেই খাওয়ানো সম্ভব হতো।

· ফেলে দেয়া খাবারের সিংহভাগই জমি ভরাটের কাজে ব্যবহৃত হয়। এসব খাবার পঁচে ক্ষতিকর গ্রিনহাউস মিথেন গ্যাস উৎপন্ন করে। এই গ্যাস বৈশ্বিক উষ্ণতার জন্য দায়ী নিঃসৃত মোট গ্যাসের শতকরা ৭ ভাগ।

· জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থার দেয়া হিসেব অনুযায়ী, চীন এবং যুক্তরাষ্ট্রের মত বৃহৎ অর্থনীতির দেশগুলোর মানুষের সৃষ্ট বর্জ্য গ্রিনহাউস গ্যাস 'মিথেন' নিঃসরণের জন্য দায়ীদের তালিকায় তৃতীয়।

· ২০৩০ সাল নাগাদ আবর্জনা প্রক্রিয়াকরণের পেছনে ব্যয় গিয়ে দাঁড়াবে ৬০০ বিলিয়ন মার্কিন ডলার যা কিনা বর্তমান খরচের প্রায় দ্বিগুণ। এই ক্ষতি কমাতে খাবার অপচয় করার মানসিকতা পরিবর্তন করতে হবে।

· খাদ্য অপচয় যদি ২০ থেকে ৫০ শতাংশ হ্রাস করা যায় তাহলে প্রতিবছর ১২০ বিলিয়ন থেকে ৩০০ বিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত অর্থ বাঁচানো সম্ভব।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন!
অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন