চ্যাম্পিয়নস লীগের কোয়ার্টার ফাইনালনামা

শেষ হল চ্যাম্পিয়নস লীগের কোয়ার্টার ফাইনালের লড়াই। সেমিফাইনালের চারটি দল হলো বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাস ।

বার্সেলোনা:  গত মঙ্গলবার ব্রাজিলীয় স্ট্রাইকার নেইমারের জোড়া গোলে ফ্রেঞ্চ ক্লাব পিএসজিকে ২-০ তে হারিয়ে চ্যাম্পিয়নস লীগের সেমিফাইনালে উঠেছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। এর আগে গত সপ্তাহে কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে পিএসজিকে ৩-১ গোলে হারিয়েছিল তারা। এতে দুই লেগ মিলিয়ে ৫-১ গোলের ব্যবধানে এ জয়ে সেমিফাইনালে খেলা নিশ্চিত করেছে বার্সেলোনা।

বায়ার্ন মিউনিখ: গত সপ্তাহে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে পর্তুগিজ  ক্লাব পোর্তোর মাঠ থেকে ৩-১ গোলে হেরে ঘরে ফিরেছিল জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ। সেমিফাইনালে যেতে অবিশ্বাস্য কিছু করতে হত বায়ার্নের। প্রথম ৪০ মিনিটেই ৫ গোল করে তাই করে দেখিয়েছে দলটি। মঙ্গলবার ২য় লেগে এফসি পোর্তোকে ৬-১ গোলে হারিয়ে দুই লেগ মিলিয়ে ৭-৪ গোলের ব্যবধান গড়ে সেমিতে পা রাখল বায়ার্ন।

রিয়াল মাদ্রিদ: গত ৭টি ম্যাচে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে জয়ের নাগাল পায়নি আরেক স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ০-০ তে ড্র করে অ্যাথলেটিকোর মাঠ ছাড়ে রিয়াল। ইনজুরির কারণে দুই তারকা করিম বেনজেমা ও গ্যারেথ বেলকে ছাড়াই দ্বিতীয় লেগে মাঠে নামে তারা। ৮৮ মিনিটে হার্নান্দেজের গোলে ১-০ তে জয়  নিয়ে সেমিতে উঠে বর্তমান চ্যাম্পিয়নরা।

জুভেন্টাস: প্রথম লেগে নিজেদের মাঠে ফ্রেঞ্চ ক্লাব মোনাকোর বিপক্ষে  ১-০ তে জিতে এগিয়ে ছিল ইতালিয়ান ক্লাব জুভেন্টাস। ২য় লেগে মোনাকোর মাঠে গোলশুন্য ড্র করলেও সেমিতে উঠে গেল জুভেন্টাস। চ্যাম্পিয়নস লীগের সেমিফাইনালে কে কার প্রতিপক্ষ হবে তা লটারির মাধ্যমে নির্ধারিত হবে আগামী শুক্রবার।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন!
অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন