দক্ষিণ এশিয়ার আরেক শক্তি আফগানিস্তান

আসন্ন T20 বিশ্বকাপে বাছাই পর্বে খেলবে ৮টি (২ গ্রুপে) দল যাদের মধ্যে সেরা ২টি দল খেলবে মূল পর্বে। এই দলগুলো নিয়ে এ অংশে থাকছে কিছু সংক্ষিপ্ত পরিচিতি। এবারের দল আফগানিস্তান।

২০০১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু হবার পর থেকে দারুন সময় পার করছে আফগানিস্তান। দক্ষিণ এশিয়ার দেশ হিসেবে ক্রিকেট খেলাটা যেন আফগানদের রক্তেই রয়েছে। দুর্দান্ত পেস অ্যাটাক, মারমুখী ব্যাটিং আর হার-না-মানা মনোভাব তাদের সাফল্যের মূলমন্ত্র।

যদিও আফগানিস্তান এবারের এশিয়া কাপে খেলতে পারেনি তবে এর আগে টি২০তে জিম্বাবুয়ে ও ওমানকে সিরিজ হারিয়েছে তারা। ২০১০ ও ২০১২ সালের টি২০ বিশ্বকাপের মূলপর্বে খেললেও তেমন কোন সাফল্যের দেয়া পায়নি আফগানিস্তান। তবে ২০১৪ সালে দেশটি হংকংকে হারিয়েছে।

আফগানিস্তানের মোহাম্মদ নবী দলটির সবচেয়ে বড় শক্তি। এছাড়াও রশিদ খান এবারের টি২০ বিশ্বকাপে অংশ নেয়া কনিষ্ঠতম ক্রিকেটার (১৭ বছর)।

স্কোয়াডঃ Asghar Stanikzai (অধিনায়ক), Mohammad Shahzad(সহ-অধিনায়ক), Noor Ali Zadran, Usman Ghani, Mohammad Nabi, Karim Sadiq, Shafiqullah, Rashid Khan, Amir Hamza, Dawlat Zadran, Shapoor Zadran, Gulbadin Naib, Samiullah Shenwari, Najibullah Zadran, Hamid Hassan.

স্টার প্লেয়ারঃ গুলবাদিন নাইব

কোচঃ ইনজামাম-উল-হক (সাবেক পাকিস্তানি অধিনায়ক)

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন!
অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন