নিষিদ্ধ হচ্ছে আইভরি বাণিজ্য

গত অক্টোবরে হংকং সরকার ঘোষণা দিয়েছিল তাদের অভ্যন্তরীণ হাতির দাঁতের বাণিজ্য নিষিদ্ধ করার বিষয়টি চিন্তা করবেন তারা। সম্প্রতি তারা জানিয়েছে এই পদক্ষেপটি নিতে প্রস্তুত তারা।

‘আমরা হংকং-এ হাতির দাঁত বিক্রি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করতে যাচ্ছি’, এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন হংকং-এর নেতৃস্থানীয় ব্যক্তিত্ব চিফ এক্সিকিউটিভ লিউং চুন ইং। তিনি আরও বলেন, তার সরকার যত দ্রুত সম্ভব এটি বাস্তবায়ন করবেন। তবে ঠিক কবে থেকে এটি কার্যকরী হবে সে ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি তিনি।

বন্যপ্রাণী সংরক্ষকদের জন্য এটি একটি বড় খবর। প্রতি বছর চোরশিকারিরা ৩০ হাজার আফ্রিকান হাতি হত্যা করে শুধুমাত্র তাদের মূল্যবান দাঁতের জন্য। উল্লেখ্য তাদের এই দাঁতের সবচেয়ে বড় বৈধ বাজার হচ্ছে হংকং। অবৈধ দাঁতের ব্যবসা এবং চোরাচালানও সবচেয়ে বেশি হয়ে থাকে এই অঞ্চলে। তবে অবৈধভাবে পাচার হওয়া বেশিরভাগ আইভরি যায় চীনে। সেখানেই এগুলোর ক্রেতা সবচেয়ে বেশি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন!
অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন