নৌকার পিছনে সরে আসা

 

 

নৌকা থেকে যখন তুমি লাফ দিয়ে তীরে নামো তখন নৌকাটিকে দূরে সরে যেতে দেখা যায়। এর কারণ হচ্ছে, নৌকার উপর বল প্রয়োগ করার ফলে নৌকা পেছনে ছুটে যায়। এখানে, নৌকা ও তোমার ভরবেগের পরিবর্তন পরস্পরের সমান ও বিপরীতমুখী। ভরবেগ(Momentum) হচ্ছে ভর ও বেগের গুণফল।

নৌকা থেকে লাফ দেয়ার পরে ভরবেগের পরিবর্তন পরস্পরের সমান হয় এই জন্য যে তোমার ভর নৌকার ভরের চেয়ে কম কিন্তু তোমার বেগ নৌকার বেগের চেয়ে বেশী।

ভরবেগের সংরক্ষণ সূত্র (Law of Conservation of Momentum) থেকে আমরা জানি, একাধিক বস্তুর মধ্যে শুধু ক্রিয়া ও প্রতিক্রিয়া ছাড়া অন্য কোন বল কাজ না করলে কোন নির্দিষ্ট দিকে তাদের মোট ভরবেগের কোন পরিবর্তন হয় না। অর্থাৎ, ক্রিয়া ও প্রতিক্রিয়া সংঘটনের পূর্বের ও পরের ভরবেগের সমষ্টি সর্বদাই সমান থাকে। 

 

নৌকার ভর = M

তোমার ভর = m

নৌকার বেগ = V

তোমার বেগ = v

ভরবেগের সূত্র অনুসারে, MV + mv = 0

MV = – mv

V = – (m ÷ M) × v

 

 উপরের এই সমীকরণ থেকে বলতে পারি, নৌকা ও তোমার বেগ পরস্পর বিপরীতমুখী। তাই, নৌকা থেকে তুমি লাফ দিলে নৌকা পেছনে সরে যায়।  

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন!
অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন