পরিসংখ্যানে বিশ্বকাপ: স্কটল্যান্ড বনাম বাংলাদেশ

· স্টেডিয়াম: স্যাক্সটন ওভাল (নেলসন)     

· জয়ী দল: বাংলাদেশ ৬ উইকেটে স্কটল্যান্ডকে পরাজিত করেছে।

· দলীয় স্কোর: স্কটল্যান্ড ৫০ ওভারে ৩১৮/৮
                   বাংলাদেশ ৪৮.১ ওভারে ৩২২/৪

· ম্যান অব দি ম্যাচ: স্কটল্যান্ডের কাইল কোয়েটযার(১৩৪ বলে ১৫৬ রান)

· ম্যাচের সেরা ব্যাটসম্যান: স্কটল্যান্ডের কাইল কোয়েটযার (১৩৪ বলে ১৫৬ রান)

· ম্যাচের সেরা বোলার: বাংলাদেশের তাসকিন আহমেদ (৪৩ রানে ৩ উইকেট)

· সবচেয়ে বেশি বাউন্ডারি (চার) মেরেছেন: স্কটল্যান্ডের কাইল কোয়েটযার (১৭টি)

· সবচেয়ে বেশি ওভার বাউন্ডারি (ছক্কা) মেরেছেন: স্কটল্যান্ডের কাইল কোয়েটযার (৪টি)

· ম্যাচের সেরা স্ট্রাইকরেট: স্কটল্যান্ডের রিচি ব্যারিংটন (১৬২.৫০)

· সর্বাধিক বল খেলেছেন:  স্কটল্যান্ডের কাইল কোয়েটযার (১৩৪ বল)

· সেরা পার্টনারশিপ: স্কটল্যান্ডের কাইল কোয়েটযার-প্রেস্টন মমসেন ( ৪র্থ উইকেট জুটিতে ১১৪ বলে ১৪১ রান)

· হাফসেঞ্চুরি সংখ্যা: ৪টি, করেছেন বাংলাদেশের তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান

· সেঞ্চুরি সংখ্যা: ১ টি, করেছেন স্কটল্যান্ডের কাইল কোয়েটযার

· দ্রুততম হাফ-সেঞ্চুরি: বাংলাদেশের মুশফিকুর রহিম (৩৮ বল)

· দ্রুততম সেঞ্চুরি: স্কটল্যান্ডের কাইল কোয়েটযার (১০৩ বল)

· মোট বাউন্ডারি ও ওভার বাউন্ডারি সংখ্যা: স্কটল্যান্ড (২৮টি চার ও ৯টি), বাংলাদেশ (৩০টি চার ও ৭টি ছক্কা)

· সবচেয়ে বেশি রান দিয়েছেন: স্কটল্যান্ডের ইয়ান ওয়ার্ডল (৯.১ ওভারে ৭৫ রান)

· সবচেয়ে বেশি ইকোনমি রেট: স্কটল্যান্ডের রিচি ব্যারিংটন (৯.০০)

· সবচেয়ে কম ইকোনমি রেট: বাংলাদেশ সাকিব আল হাসান (৪.৬০)

· সর্বাধিক ক্যাচ: বাংলাদেশের সৌম্য সরকার (৪টি)

· এক ওভারে বেশি রান দিয়েছেন: বাংলাদেশের রুবেল হোসেন (১৮ রান)

· অতিরিক্ত রান: স্কটল্যান্ড (লেগবাই ১, ওয়াইড ৫, নো বল ১)
                       বাংলাদেশ (ওয়াইড ৮, নো বল ১)

অন্যরকম কিছু রেকর্ড:
স্কটল্যান্ডের বিপক্ষে ৩১৯ রানের টার্গেটে নেমে বাংলাদেশ ৪ উইকেট হারিয়ে ৩২২ রান করে জয় পেয়েছে। এটি বাংলাদেশের সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড। এর আগে ২০০৯ সালে জিম্বাবুয়ের বিরুদ্ধে ৩১৩ রান তাড়া করে জেতে বাংলাদেশ। বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ডও এটি।

বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহও এটি। বিশ্বকাপে স্কটল্যান্ডের সর্বোচ্চ দলীয় সংগ্রহও হয়েছে এই ম্যাচে ৩১৮/৮ । স্কটল্যান্ডের কাইল কোয়েটযারের ১৩৪ বলে ১৫৬ রানের ইনিংসটি আইসিসির সহযোগী দেশগুলোর মধ্যে বিশ্বকাপে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। 

বিশ্বকাপে তামিম ইকবাল ১০০ বলে ৯৫ রান করে বিশ্বকাপে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহের রেকর্ডটি গড়েছেন। এর আগেরটি ছিল মোহাম্মদ আশরাফুলের ৮৭ রান।

বাংলাদেশের ২য় ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে চার হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন ওপেনার তামিম ইকবাল । ওয়ানডেতে ১৩৮ ম্যাচে ১৩৭ ইনিংস খেলে ৩০.০৩ গড়ে ৪০৮৫ রান করেছেন তিনি। তবে তার চেয়ে বেশি রান করেছেন কেবল একজনই, তিনি বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ।

১৪৪ ম্যাচে ১৩৮ ইনিংস খেলে ৩৫.৩৬ গড়ে ৪১৩৮ রান করেছেন তিনি। ২য় উইকেট জুটিতে  ২১.৪ ওভার খেলে ১৩৯ রানের জুটি গড়েন তামিম ও মাহমুদুল্লাহ। এটি বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ রানের পার্টনারশিপ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন!
অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন