রাস্তার সোডিয়াম বাতি

আমরা রাতের বেলা রাস্তায় বের হলে হলুদ রঙের Street Light দেখতে পারি। এই হলুদ রঙের Street Light এর নাম সোডিয়াম ল্যাম্প।

উজ্জ্বল হলুদ বর্ণের আলো ব্যবহার করা হয় যেন চোখে আরামপ্রদ হয়। কিন্তু এই ল্যাম্প কিভাবে কাজ করে তা কি জানো তোমরা ?

সোডিয়াম ল্যাম্পের ভিতরে U আকারের কাঁচের টিউব থাকে। প্রথমে টিউবটিকে খালি করা হয় এবং সামান্য পরিমাণ সোডিয়াম সহ ১০ মিলিমিটার পারদের নিম্নচাপ যুক্ত নিয়ন গ্যাস ভর্তি করা হয়। সোডিয়াম ল্যাম্পের ভিতরে দিক পরিবর্তনকারী তড়িৎ ( Alternating Current ) প্রবাহিত হয়।

 

টিউবের মধ্যে দিয়ে যেহেতু বিদ্যুৎ প্রবাহিত হবে তাই টিউবটি রূপালী রঙের Vacuum Jacket এর ভিতর রাখা হয়। এর ফলে  আলোর উত্তাপে টিউবের কোন ক্ষয় হয় না। এখন, একটি ট্রান্সফর্মারের সাহায্যে বিদ্যুৎ প্রবাহ নির্গত করার ব্যবস্থা করা হয়। প্রাথমিক অবস্থায় নিয়ন গ্যাস নির্গত হয় ও লাল আলো উৎপন্ন হয়। নিয়ন গ্যাসের লাল আলোর প্রভাবে সোডিয়াম গ্যাস সক্রিয় হয়ে উঠে ও হলুদ বর্ণের আলো প্রদান করে।

সোডিয়াম আলোর বিচ্ছুরণ ক্ষমতা নিয়ন গ্যাসের চেয়ে বেশী বলে ল্যাম্পটি বেশী পরিমাণ সোডিয়াম আলো উৎপাদন করবে।

সোডিয়াম ল্যাম্পের কার্যকরী উত্তাপ প্রায় ২৫০ ডিগ্রী সেন্টিগ্রেড। এখানে একটি জিনিস খেয়াল রাখা দরকার যে যদি এই উত্তাপ সবসময় সমভাবে বজায় না থাকে তবে উৎপাদিত আলোর মধ্যে তারতম্য ঘটবে।           

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন!
অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন