বিশ্বকাপের হ্যাটট্রিকনামা

গত শনিবার বিশ্বকাপের প্রথম দিনেই বিশ্বকাপের ইতিহাসে অষ্টম হ্যাটট্রিক করেছেন ইংলিশ পেসার স্টিভেন।

৫০তম ওভারের শেষ ৩ বলে তিনি তুলে নেন ব্র্যাড হ্যাডিন, গ্লেন ম্যাক্সওয়েল ও মিচেল জনসনকে। তিনজনই আউট হয়েছেন শেষ মুহূর্তে বিগ শট খেলতে গিয়ে ফিল্ডারদের হাতে ধরা পড়ে।

কাকতালীয়ভাবে একই তারিখে ১২ বছর আগে ২০০৩ সালের ১৪ ফেব্রুয়ারি বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন শ্রীলঙ্কান পেসার চামিন্ডা ভাস।

একই তারিখে দুই হ্যাটট্রিকের ব্যবধান হচ্ছে ভাস করেছিলেন ইনিংসের প্রথম তিন বলে। ইংলিশ পেসার স্টিভেন ফিন করেছেন ইনিংসের শেষ তিন বলে।

এ পর্যন্ত বিশ্বকাপে মোট ৭ জন বোলার হ্যাটট্রিক করেছেন আটটি। উপরের দুটি ছাড়া আরও যেগুলো হয়েছে সেগুলো হল ১৯৮৭ বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিকটি নিউজিল্যান্ডের বিপক্ষে করেছিলেন ভারতীয় পেসার বোলার চেতন শর্মা।

১৯৯৯ সালের বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র স্পিনার হিসেবে হ্যাটট্রিক করেন পাকিস্তানের সাকলায়েন মুশতাক ।

২০০৩ বিশ্বকাপে কেনিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন অস্ট্রেলীয় ফাস্ট বোলার ব্রেট লি।

২০০৭ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটের প্রথম ও একমাত্র নজির হিসেবে টানা চার বলে চারটি উইকেট নেন শ্রীলঙ্কান লাসিথ মালিঙ্গা।

২০১১ বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে হ্যাটট্রিক করেন ওয়েস্ট ইন্ডিজের কেমার রোচ।

২০১১ বিশ্বকাপে কেনিয়ার বিপক্ষে আবারো হ্যাটট্রিক করেন মালিঙ্গা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন!
অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন