বিশ্বকাপ পরিসংখ্যান: ভারত বনাম পাকিস্তান

· জয়ী দল: ভারত ৭৬ রানে পাকিস্তানকে পরাজিত করেছে।

· দলীয় স্কোর: ভারত ৫০ ওভারে ৩০০/৭
                  পাকিস্তান ৪৭ ওভারে ২২৪/১০

· ম্যান অব দি ম্যাচ: ভারতের বিরাট কোহলি (১২৬ বলে ১০৭ রান)

· ম্যাচ সেরা ব্যাটসম্যান: ভারতের বিরাট কোহলি (১২৬ বলে ১০৭ রান)

· ম্যাচ সেরা বোলার: পাকিস্তানের সোহেল খান (৫৫ রানে ৫ উইকেট)

· সবচেয়ে বেশি বাউন্ডারি (চার) মেরেছেন: পাকিস্তানের মিসবাহ-উল-হক (৯টি)

· সবচেয়ে বেশি ওভার বাউন্ডারি (ছক্কা) মেরেছেন: ভারতের সুরেশ রায়না(৩টি)

· ম্যাচের সেরা স্ট্রাইকরেট: পাকিস্তানের ওয়াহাব রিয়াজ (২০০.০০)

· সর্বাধিক বল খেলেছেন: ভারতের বিরাট কোহলি (১২৬ বল)

· সেরা পার্টনারশিপ: ভারতের শেখর ধাওয়ান-বিরাট কোহলি ( ২য় উইকেট জুটিতে ১৩৪ বলে ১২৯ রান)

· হাফসেঞ্চুরি সংখ্যা: ভারত (২টি) করেছেন শেখর ধাওয়ান ও সুরেশ রায়না

                            পাকিস্তান (১টি) করেছেন মিসবাহ-উল-হক

· সেঞ্চুরি সংখ্যা: ভারত (১টি) করেছেন বিরাট কোহলি

· দ্রুততম হাফসেঞ্চুরি: ভারতের সুরেশ রায়না (৪০ বল)

· দ্রুততম সেঞ্চুরি: ভারতের বিরাট কোহলি (১১৯ বল)

· মোট বাউন্ডারি ও ওভার বাউন্ডারি সংখ্যা:  ভারত (২৩টি চার ও ৫টি ছক্কা), পাকিস্তান (২২টি চার ও ২টি ছক্কা)

· সবচেয়ে বেশি রান দিয়েছেন: পাকিস্তানের ইয়াসির শাহ (৮ ওভারে ৬০ রান)

· সবচেয়ে বেশি ইকোনমি রেট: পাকিস্তানের ইয়াসির শাহ (৭.৫০)

· সবচেয়ে কম ইকোনমি রেট: ভারতের মোহাম্মদ শামী ও মোহিত শর্মা (৩.৮৮)

· সর্বাধিক ক্যাচ: ভারতের মহেন্দ্র সিং ধোনি (৩টি)

· এক ওভারে বেশি রান দিয়েছেন: ভারতের রবিচন্দ্রন অশ্বিন (১৫ রান)

· অতিরিক্ত রান: ভারত (লেগবাই ২, ওয়াইড ৩, নো বল ১)
                      পাকিস্তান (লেগবাই ১, ওয়াইড ১০, নো বল ১)

অন্যরকম কিছু রেকর্ড: ভারত বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে জয়ের ব্যবধানটা ৬-০ করে নিল। গত বিশ্বকাপের মত এবারও সেঞ্চুরি দিয়ে বিশ্বকাপ শুরু করলেন ভারতের ব্যাটিং তারকা বিরাট কোহলি।

২০১১ সালে বিশ্বকাপ অভিষেকে তিনি ঢাকার মাঠে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন। এই শতকের ফলে বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে প্রথম ভারতীয় হিসেবে সেঞ্চুরি করলেন কোহলি ।

পাকিস্তানের বিপক্ষে এর আগের ব্যক্তিগত সর্বোচ্চ ছিল সাবেক ব্যাটিং জিনিয়াস শচীন টেন্ডুলকারের ৯৮ রান।

বিশ্বকাপ অভিষেকেই পাঁচ উইকেট নেয়ার রেকর্ডে নাম লেখালেন পাকিস্তানের পেস বলার সোহেল খান।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন!
অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন