বিশ্বজুড়ে বর্ষবরণ

ইংরেজি নতুন বছর মানেই বিশ্বজুড়ে বর্ষবরনের উৎসব আর হৈ হুল্লোড় । ইংরেজি নববর্ষ ইংরেজি ভাষাভাষীদের গন্ডি ছাড়িয়ে বিশ্বজনীন, আন্তর্জাতিক এক উৎসবে পরিনত হয়েছে। বিশ্বের আনাচে-কানাচে নানা দেশে নানা শহরে বিচিত্র সব আয়োজনের মধ্য দিয়ে পালিত হয় বর্ষবরণের অনুষ্ঠান। মূলত বড় শহরগুলোতেই নববর্ষের অনুষ্ঠানগুলোর জাঁকজমক বেশি হয় ।

টোকিও : জাপানীরা নববর্ষ উপভোগ করে অনেকটা আমাদের দেশের ঈদের আমেজে, ৩১ডিসেম্বরের মধ্যেই নগরে বাস করা জাপানীরা যার যার গ্রামের বাড়ির উদ্দেশ্যে ছুটে যায় পরিবারের সদস্যদের সাথে নতুন বছরের প্রথম দিনটি কাটাতে। সেখানে প্রিয়জনদের সাথে মিলেমিশে নিজস্ব ঐতিহ্যে ইংরেজি নববর্ষকে বরণ করে নেয় তারা ।

আবুধাবি : দুবাইয়ের রাজধানী শহরটির বাসিন্দারা নববর্ষ উদযাপন করে ঐতিহ্যবাহী বেদুইন ক্যাম্পের আদলে, বারবি-কিউ বুফে আর বেলি ড্যান্সের ছন্দে মেতে । দুবাইভিত্তিক ট্যুর কোম্পানীগুলো নববর্ষের সন্ধায় মরুভূমির বুকে উটে চড়ে বেড়ানো, মাঝরাতে মরুভূমির উপর উন্মুক্ত আকাশে ঝকঝকে তারা দেখার ব্যাবস্থা সহ আরো চমৎকার সব বন্দোবস্ত করে থাকে ।

বৈরুত : লেবাননের রাজধানী শহরটির আনাচে কানাচে ক্যাফে, ক্লাব আর পাবগুলোতে থাকে গমগমে ভিড়, আর অলিতে-গলিতে হাসিখুশী মানুষজনের আনাগোনা চলে ৩১ ডিসেম্বর সারারাত। আতশবাজি, আলোকসজ্জা আর কনসার্টে মুখরিত থাকে বৈরুত । ক্যাফেগুলো থেকে ভেসে আসে ধূমায়িত কফি আর তামাকের সুবাস ।

আমস্টাডার্ম : আমস্টাডার্মে ৩১ জানুয়ারী রাত বারোটা বাজার আগে কাউন্ট ডাউন শুরু হয় খোলা মাঠে। অসংখ্য মানুষ ভীড় করে সময় গুণতে থাকে, কখন নতুন বছরের নতুন দিন শুরু হবে । সেইসাথে কনসার্ট, ডিজে পার্টি তো থাকেই বাড়তি পাওনা হিসেবে।
 
প্যারিস : প্যারিসবাসী নিউ ইয়ার’স ইভ-এ বন্ধু বা আত্মীয়দের নিয়ে একসাথে ডিনার করেন, তারপর বেরিয়ে পড়েন আতশবাজি পোড়ানো আর রাতের প্যারিসের আলোকজ্জ্বল সৌন্দর্য্য উপভোগ করতে ।
 
লন্ডন : লন্ডনের দক্ষিনাঞ্চল হলো নববর্ষ উপভোগের জন্য শ্রেষ্ঠ স্থান, আর এর সমস্ত আলোকসজ্জ্বা ঝলমলিয়ে ওঠে টেমস নদীর বুকের উপর । আলোকসজ্জ্বা বা আতশবাজি যাই হোক না কেন, বরফঢাকা লন্ডন শহরের বুকে সমস্তই ফুটে উঠে অপার্থিব রুপ নিয়ে ।

রিও ডি জেনিরো : নববর্ষে ব্রাজিলের নাগরিকরা নিজেদের সাজায় সাদা, হলুদ অথবা লাল রঙ এর পোষাকে। সাদা মানে শান্তি, হলুদ মানে উন্নতি, এবং লাল বোঝায় উদ্দামতা। প্রায় ২০ লাখ লোকের ভীড় হয় সাগর তীরের কনসার্ট আর পার্টিগুলোতে । রিও ডি জেনিরোর প্রধান আকর্ষণ রাস্তার পাশের খাবার দোকানগুলোও নববর্ষের আমেজে মেতে ওঠে এ সময় ।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন!
অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন