মজার মিউজিক বীটবক্স

বন্ধুরা, বীটবক্স মিউজিক সম্পর্কে কি তোমাদের কোন ধারণা আছে? বীটবক্স আসলে খুবই মজার একটা কাজ। এর মাধ্যমে বিভিন্ন রকম শব্দ বা বাজনা তৈরি করা হয়। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, বীটবক্সে কোন ধরণের বাদ্যযন্ত্র ব্যবহার করা হয় না।

শুধুমাত্র মুখ দিয়ে বিভিন্ন সুর তৈরির কৌশলই বীটবক্স মিউজিক। ঠোঁট, জিহ্বা, কণ্ঠস্বর ব্যবহার করে তাল, ছন্দ এবং শব্দ তৈরি করে বানানো হয় দারুন এক ধরণের ইন্সট্রুমেন্টাল মিউজিক।

বীটবক্স মিউজিকের ব্যবহার হয় মূলত হিপ-হপ বা র‌্যাপ গানগুলোতে। তবে অন্যান্য গানেও ব্যবহৃত হয় বীটবক্স। বীটবক্স মিউজিকে সাধারণত কোন গান থাকে না। তবে গান ব্যবহার করেও এটিকে এক নতুন মাত্রা দেয়া যেতে পারে।

অনেক সময় মুখের সাথে শরীরের অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ ব্যবহার করেও বাজনা তৈরি করা হয় যেমন: হাততালি।

মূলত ১৯৮০ সালের দিকে হিপ-হপ গানে বীটবক্স মিউজিক জনপ্রিয় হয়ে উঠলেও এর ব্যবহার কিন্তু অনেক আগে থেকেই ছিল। প্রায় ১০০ বছর আগেও বিভিন্ন ধর্মীয় গান, ব্লুজ, জ্যাজ মিউজিকে বীটবক্স ব্যবহার করা হত।

বীটবক্স মিউজিক জিনিসটা সম্পর্কে আরও পরিষ্কার ধারণা পেতে সাথে একটা ভিডিও দেয়া হল। এটা দেখলে তোমরা বীটবক্স কী সেটা আরও ভালোভাবে বুঝতে পারবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন!
অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন