৭ সেপ্টেম্বর আসতে পারে নতুন আইফোন

অ্যাপল তাদের বার্ষিক পণ্য উদ্বোধন অনুষ্ঠানের দিন ঘোষণা করেছে সেপ্টেম্বরের ৭ তারিখ। এ অনুষ্ঠানেই অ্যাপল বহুল আকাঙ্ক্ষিত আইফোন ৭ উদ্বোধন করবে বলে আশা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের এই টেক জায়ান্ট সোমবার গণমাধ্যম সদস্যদের আমন্ত্রণ পত্র পাঠিয়েছে। জানা গেছে সান ফ্রান্সিস্কোর বিল গ্রাহাম অডিটোরিয়ামে সকাল ১০টায় শুরু হবে অনুষ্ঠান।

আইফোন ৭ এর সাথে সাথে টিম কুক ও তার বাহিনী আইওএস ১০, ম্যাকওএস সিয়েরা, ওয়াচওএস ৩ এবং টিভিওএস ১০ অপারেটিং সিস্টেম উদ্বোধন করবে বলেই ধারণা করছে সবাই। ১৫ মাস আগে বাজারে আসা অ্যাপল ওয়াচের নতুন ভার্সন এবং ম্যাকবুক প্রো’এর আপডেটেড ভার্সনও আসার সমূহ সম্ভাবনা রয়েছে।

বরাবরের মতই নতুন আইফোন ৭ নিয়ে বেশ গুজব চলছে। শোনা যাচ্ছে নতুন আইফোনে থাকবে আরও বেশি মেগাপিক্সেল ও ডুয়েল লেন্সের ক্যামেরা। তবে সবচেয়ে বেশ শোনা যাচ্ছে এই আইফোনে হ্যাডফোনের জ্যাক নাও থাকতে পারে। বিশেষ ধরণের হ্যাডফোন চার্জিং পোর্টে দিয়ে ব্যবহার করতে হবে। আগের ৪টি কালারের সাথে নতুন ব্লু কালারের ফোন আসার সম্ভাবনাও রয়েছে। নতুন আইফোন পানি নিরোধক হবে বলেও জোর গুজব শোনা যাচ্ছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন!
অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন