পরিসংখ্যানে বিশ্বকাপ: অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড

· জয়ী দল: নিউজিল্যান্ড ১ উইকেটে অস্ট্রেলিয়াকে পরাজিত করেছে।

· দলীয় স্কোর: অস্ট্রেলিয়া ৩২.২ ওভারে ১৫১/১০
                  নিউজিল্যান্ড ২৩.১ ওভারে ১৫২/৯

· ম্যান অব দি ম্যাচ: নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট(২৭ রানে ৫ উইকেট)

· ম্যাচের সেরা ব্যাটসম্যান: নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম(২৪ বলে ৫০ রান)

· ম্যাচের সেরা বোলার: অস্ট্রেলিয়ার মিশেল স্টার্ক (২৮ রানে ৬ উইকেট)

· সবচেয়ে বেশি বাউন্ডারি (চার) মেরেছেন: নিউ জিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম (৭টি)

· সবচেয়ে বেশি ওভার বাউন্ডারি (ছক্কা) মেরেছেন: নিউ জিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম (৩টি)

· ম্যাচের সেরা স্ট্রাইকরেট: নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম(২০৮.৩৩)

· সর্বাধিক বল খেলেছেন: অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার, নিউ জিল্যান্ডের কোরি অ্যান্ডারসন ও কেন উইলিয়ামসন (৪২ বল)

· সেরা পার্টনারশিপ: নিউ জিল্যান্ডের কোরি অ্যান্ডারসন-কেন উইলিয়ামসন(৫ম উইকেট জুটিতে ৬৮ বলে ৫২ রান)

· হাফসেঞ্চুরি সংখ্যা: নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম(১টি)

· দ্রুততম হাফসেঞ্চুরি: নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম (২১ বলে)

· মোট বাউন্ডারি ও ওভার বাউন্ডারি সংখ্যা: অস্ট্রেলিয়া (১১টি চার ও ৪টি ছক্কা), নিউজিল্যান্ড (১৫টি চার ও ৭টি ছক্কা)

· সবচেয়ে বেশি রান দিয়েছেন:  অস্ট্রেলিয়ার মিশেল জনসন (৬ ওভারে ৬৮ রান)

· সবচেয়ে বেশি ইকোনমি রেট: নিউ জিল্যান্ডের কোরি অ্যান্ডারসন (১৮.০০)

· সবচেয়ে কম ইকোনমি রেট: নিউ জিল্যান্ডের অ্যাডাম মিলনে (২.০০)

· সর্বাধিক ক্যাচ: নিউ জিল্যান্ডের কেন উইলিয়ামসন ও অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স (২টি করে)

· এক ওভারে বেশি রান দিয়েছেন: অস্ট্রেলিয়ার মিশেল জনসন (১৬ রান)

· অতিরিক্ত রান:  অস্ট্রেলিয়া (বাই ৪, লেগবাই ২, ওয়াইড ৬)
                    নিউজিল্যান্ড (ওয়াইড ১০, নো বল ১)

অন্যরকম কিছু রেকর্ড:
অস্ট্রেলিয়ান বাঁহাতি গতি তারকা মিশেল স্টার্কের ৬ উইকেটের মধ্যে পাঁচটিই প্রতিপক্ষ ব্যাটসম্যানকে বোল্ড করে। তবে ওয়ানডেতে ক্যারিয়ার সেরা বোলিং ২৮ রানে ৬ উইকেট নিয়ে পরাজিত দলেই থাকতে হলো তাকে।

অন্যদিকে নিউজিল্যান্ডের বাঁহাতি গতি তারকা ট্রেন্ট বোল্টও তার ৫ শিকারের মধ্যে প্রতিপক্ষের স্ট্যাম্প ভেঙেছেন তিনবার। এই দুই বাঁহাতির সঙ্গে কোরি অ্যান্ডারসন মিলে নিয়েছেন  মোট ১২ টি উইকেট। যা বাঁহাতি পেসারদের এক ম্যাচে নেয়া সবচেয়ে বেশি উইকেট সংখ্যা।

ট্রেন্ট বোল্টের খুনে বোলিংয়ে ৮০/১ থেকে ১০৯/৯ পরিণত হয় অস্ট্রেলিয়া। অর্থাৎ মাত্র ২৬ রানে ৮ উইকেটের পতন। যা তাদের ওয়ানডে ইতিহাসে সবচেয়ে বড় ব্যাটিং ধস।

লো স্কোরিং ম্যাচে আবার মিশেল স্টার্কের বোলিং তোপে ১৫২ রানের লক্ষ্যে খেলতে নেমেও ১৪৬ রানে ৯ উইকেট হারায় নিউজিল্যান্ড। হারের শঙ্কায় থাকা দলকে ছক্কা মেরেই জয় নিশ্চিত করেছেন দারুণ ফর্মে থাকা কেন উইলিয়ামসন।

ব্রেন্ডন ম্যাককালাম তার ব্যাটে ঝড় তুলেছেন এ ম্যাচেও। মাত্র ২১ বলে ৫০ রান করে বিশ্বকাপের ৩য় দ্রুততম ফিফটির রেকর্ড গড়েছেন তিনি।      

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন!
অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন