পদার্থের তিন অবস্থা – কঠিন, তরল ও বায়বীয়। এই কথাটি আমরা সবাই জানি। আচ্ছা এখন যদি বলা হয় পদার্থের আরও একটি অবস্থা রয়েছে ! কথাটি একটু অবাক করার মতোই, পদার্থের চতুর্থ অবস্থার নাম প্লাজমা অবস্থা। চলো জেনে নেই এই চতুর্থ অবস্থা সম্পর্কে।
– অতি উচ্চ তাপমাত্রায় পদার্থের এই অবস্থাটি আয়নিত রূপে থাকে
– প্লাজমা অবস্থার মূল উৎস হচ্ছে সূর্য
– সূর্য ব্যতীত মহাবিশ্বের তারা বা নক্ষত্র পদার্থের এই চতুর্থ অবস্থার উৎস হিসেবে কাজ করে
– অত্যাধিক তাপমাত্রায় (প্রায় ১-২ হাজার ডিগ্রী ) প্লাজমা অবস্থার উদ্ভব ঘটে
– গবেষণাগারে নিম্নচাপে গ্যাসীয় পদার্থকে উত্তপ্ত করে প্লাজমা তৈরি করা যায়
– গ্যাসীয় পদার্থের মতো প্লাজমার নির্দিষ্ট কোন আকার বা আয়তন নেই
– অতি উচ্চ তাপমাত্রায়ও প্লাজমা সহজেই বিদ্যুৎ পরিবহণ করতে পারে
– আন্তঃনাক্ষত্রিক স্থান যেমন দুটি গ্রহের বা দুটি নক্ষত্রের মধ্যবর্তী জায়গায় প্লাজমার উপস্থিতি লক্ষ্য করা যায়
– এছাড়া, বায়ুমণ্ডলের আয়নস্তরে বা প্লাজমাস্তরে, মেরুজ্যোতি অরোরা, বজ্রপাতের সময় প্লাজমার রূপ দেখা যায়
– এমনকি বর্তমানে টিভি পর্দায় প্লাজমা ডিসপ্লে বা নিয়ন চিহ্নে প্লাজমার উপস্থিতি দেখা যায়
– উচ্চ তাপমাত্রা হওয়ার কারণে প্লাজমা টর্চের সাহায্যে ধাতব পদার্থ কাটা হয়ে থাকে