গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডস ডে

নভেম্বরের ১৩ তারিখ উদযাপিত হয়ে গেলো গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডস ডে। দিনটি উদযাপনের জন্য পৃথিবীর বিভিন্ন স্থান থেকে ৬ লাখ মানুষ একত্রিত হয়েছিলেন।

এদিন তারা এসেছিলেন বিভিন্ন রেকর্ড ভেঙে নতুন করে গিনেজ বুকে নিজেদের নাম উঠানোর জন্য। দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য এদিন প্রথমবারের মত পৃথিবীর সবচাইতে লম্বা এবং সবচাইতে খাটো মানুষের মধ্যে দেখা করানো হয় ইংল্যান্ডের লন্ডনে।

তুরস্কের অধিবাসী সুলতান কোজেন পৃথিবীর সবচেয়ে লম্বা মানুষ হিসেবে গিনেজ বুকে নাম তুলেছেন যার উচ্চতা ৮ ফুট ৩ ইঞ্চি। আর মাত্র ২১.৫ ইঞ্চি (১ ফুট ৯.৫ ইঞ্চি) উচ্চতা নিয়ে পৃথিবীর সবচেয়ে খাটো মানুষ নেপালের চন্দ্র বাহাদুর ডঙ্গি।

এছাড়াও নতুন কিছু রেকর্ড এদিন হয় যেমনঃ সবচাইতে বেশি মানুষের একসঙ্গে বিছানায় বসে সকালের নাস্তা খাওয়া (চীন), পাঁচ মিনিটের মধ্যে সবচেয়ে বেশি কাগজের প্লেন বানানো (জাপান), সবচেয়ে বেশি মানুষ একসাথে মাথা ঝাঁকানো (অস্ট্রেলিয়া), পেঙ্গুইনের পোশাক পরে সবচেয়ে বেশি মানুষের একত্রিত হওয়া (ইউকে) ইত্যাদি।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন!
অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন