গত দুই বারের মতো এবারো আয়োজিত হতে যাচ্ছে DRMC National Art & Music Fest’17 । এবার আগের দুই বারের চেয়ে ভিন্ন রুপে আয়োজিত হতে যাচ্ছে এ অনুষ্ঠন। কারন আগের দুবারে ছিল art & photography Festival কিন্তু এবার এর সাথে যুক্ত হচ্ছে মিউজিক ফেস্টিবল।
আগামী ০২/০২/২০১৭ থেকে ০৪/০২/২০১৭ তিন দিনের এই আয়োজন অনুষ্ঠিত হবে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের মাঠ প্রাঙ্গণে। কলেজের আর্ট ক্লাব এবং মিউজিক ক্লাব সম্মিলিতভাবে এই আয়োজন করছে যাতে থাকছে পনেরটির ও বেশি ইভেন্ট।
স্কুল কলেজের সকল ছাত্র-ছাত্রীর অংশগ্রহণের সুযোগ থাকছে এবারের আয়োজনে।তবে প্রতিটা ইভেন্টে থাকছে সিনিয়র এবং জুনিয়র ক্যাটাগরি। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের অংশগ্রহনের সুযোগ থাকছে এবার।
শুধু প্রতিযোগিতা নয়; প্রতিটা ইভেন্টের সাথে থাকছে এক্সিভিশন। বিখ্যাত ব্যক্তিবর্গের উপস্থিতিতে আয়োজিত হবে সেমিনার।
তিন দিনের প্রতিদিনই থাকছে আর্ট, ক্র্যাফট, ফটোগ্রাফি, ওয়াল ম্যাগাজিন এবং স্ক্র্যাপ বুক এক্সিভিশন। সেমিনারের মধ্যে রয়েছে ফটোগ্রাফি, আর্ট এবং কার্টুন সেমিনার। এছড়া মিউজিক ক্লাবের আয়োজনের মধ্যে রয়েছে নজরুল সংগীত, রবীন্দ্র সংগীত, ফোক গান এবং আধুনিক গান। আর্ট, কার্টুন প্রতিযোগিতার সাথে সাথে আরেকটি মজার প্রতিযোগিতা থাকছে তা হলো Hearing & Drawing। এছাড়াও আয়োজনের প্রথম দিনে থাকছে শর্ট ফিল্ম প্রদর্শন।
আয়োজনকে কেন্দ্র করে পুরো কলেজ ক্যাম্পাস সাজানো হচ্ছে। পুরো সড়ক জুড়ে থাকবে আল্পনা। আয়োজকদের মতে বাঙ্গালী ঐতিহ্য ও সাংস্কৃতির অনেকটাই ফুটে উঠবে তিন দিনের এ আয়োজনে।
আয়োজনের সভাপতিত্ব করবেন কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল মান্নান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি; ফাউন্ডার ম্যানেজিং ডিরেক্টর-এনা প্রোপারটিস লিমিটেড।
সাংস্কৃতিক অনুষ্ঠান , পুরষ্কার বিতরণী আর জমকালো ব্যান্ড কনসার্টের মধ্যদিয়ে শেষ হবে তিন দিনের এই বর্ণাঢ্য আয়োজন।