বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য র্যাংকিংয়ে বিশ্বের সেরা শহর মনোনীত হয়েছে লন্ডন। কিউএস হাইয়ার এডুকেশন ডাটা অ্যানালিস্ট প্রকাশিত এক জরিপে এই তথ্য উঠে এসেছে।
তালিকায় দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে টোকিও ও মেলবোর্ন। গত বছরের তালিকায় প্রথম স্থানে ছিল মন্ট্রিল। তার আগের চার বছর ধরে প্রথম স্থান দখল করে রেখেছিল প্যারিস।
বিভিন্ন ফ্যাক্টর যেমন শহরে ভালোমানের বিশ্ববিদ্যালয়ের সংখ্যা, স্থানীয় কর্মসংস্থানের সুযোগ, জীবনযাত্রার মান, সাংস্কৃতিক বৈচিত্র্য প্রভৃতির ভিত্তিতে এ তালিকা তৈরি হয়। সেরা মনোনীত হলেও লন্ডনে ব্যয়বহুল শিক্ষার কারণে ক্রয়ক্ষমতার দিক থেকে কম পয়েন্ট পেয়েছে।
৫০ হাজার শিক্ষার্থীর মধ্যে জরিপ চালিয়ে শীর্ষ ৩০ শহরের তালিকা করা হয়। চাকরির ক্ষেত্রে চমৎকার সুযোগের কারণে মূলত লন্ডন প্রথমে চলে আসে। সেখানকার পছন্দের প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ইম্পেরিয়াল কলেজ, ইউনিভার্সিটি অব লন্ডন, লন্ডন স্কুল অক ইকোনোমিক্স ও কিংস কলেজ।
আর নিরাপত্তার দিক থেকে এগিয়ে টোকিও শহর। এছাড়া জীবনযাত্রা ও পরিবেশের দিক থেকেও এগিয়ে শহরটি।
একনজরে সেরা শহরগুলো:
১. লন্ডন
২. টোকিও
৩. মেলবোর্ন
৪. মন্ট্রিল
৫. প্যারিস
৬. মিউনিখ
৭. বার্লিন
৮. জিউরিখ
৯. সিডনি
১০. সিউল
১১. ভিয়েনা
১২. হংকং
১৩. টরোন্টো
১৪. বস্টন
১৫. সিঙ্গাপুর
১৬. ইডেনবার্গ
১৭. ভ্যানক্যুভার
১৮. নিউ ইয়র্ক
১৯. কিয়োটো-ওসাকা-কোবে
২০. তাইপে
২১. ব্রিসবেন
২২. ক্যানবেরা
২৩. অকল্যান্ড
২৪. ম্যানচেস্টার
২৫. ব্যুনস এয়ারস
২৬. বেইজিং
২৭. আমস্টারডাম
২৮. মস্কো
২৯. সাংহাই
৩০. প্যারাগুয়ে