ওয়ারেন অ্যাডওয়ার্ড বাফেট একজন মার্কিন ব্যবসায়ী ও বিনিয়োগকারী। তিনি বিংশ শতকের সবচেয়ে সফল বিনিয়োগকারী হিসেবে বিবেচিত। বাফেট বার্কশায়ার হ্যাথাওয়ে কোম্পানির প্রধান নির্বাহী। বিশ্বের শীর্ষস্থানীয় ধনী এই ব্যক্তি মাত্র সাত বছর বয়স থেকেই ব্যবসায় যুক্ত হন। ছোটবেলায় চুইংগাম, কোকাকোলার বোতল, এমনকি বাড়ি বাড়ি গিয়ে ম্যাগাজিনও বিক্রি করেছেন। বিনিয়োগের কলাকৌশলও ভালো জানেন।
বিভিন্ন সময়ে তিনি জীবন, ব্যবসাসহ নানা বিষয়ে উক্তি করেছেন। চলুন জেনে নিই ওয়ারেন বাফেটের সেরা ১০ উক্তি, যা সাধারণ দৃষ্টিভঙ্গি পাল্টে দেবে।
১. খ্যাতি অর্জন করতে ২০ বছর লাগে আর তা নষ্ট করতে লাগে মাত্র ৫ মিনিট।
২. দাম হলো আপনি যা পরিশোধ করেন। আর মূল্য হলো যা আপনি পান।
৩. আজকে কেউ কেউ ছায়ায় বসতে পারেন, কারণ কেউ না কেউ অনেক বছর আগে এই গাছ লাগিয়েছিলেন।
৪. শর্ত- ১ : কখনোই আর্থিক লোকসান করবেন না। শর্ত-২: কখনোই এক নাম্বার শর্ত ভুলে যাবেন না।
৫. আপনি কি করছেন তা না জানা থেকেই ঝুঁকি আসে।
৬. যখন জোয়ার চলে যায় তখনই আপনি বুঝতে পারবেন কে উলঙ্গভাবে সাতার কেটেছিলো। অর্থাৎ যখন ভালো সময় থাকে তখন সবাইকে বিজয়ী মনে হয়। কিন্তু সময় চলে গেলে বোঝা যায় তার পিছনে কী ছিলো।
৭. যথাযথ দামে একটি ভালো কোম্পানি কেনা, ভালো দামে যথাযথ কোম্পানি কেনার চেয়ে উত্তম।
৮. সারা জীবনে অল্প সংখ্যক কাজ ঠিকভাবে করতে পারবেন। তাই বেশি পরিমানে ভুল কাজ করবেন না।
৯. আপনার চেয়ে ভালো মানুষের সাথে চলাফেরা করুন। যার আচার-ব্যবহার আপনার চেয়ে ভালো তার সঙ্গ নিন।
১০. অপ্রয়োজনীয় জিনিষ কেনা বন্ধ না করলে একদিন দেখবেন প্রয়োজনীয় জিনিষই কেনার অর্থ নেই।