ঢাকা সেনানিবাসের শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজে ২০২০ শিক্ষাবর্ষে নার্সারী ও নবম শ্রেণিতে ভর্তি চলছে। আগামী ১ নভেম্বর থেকে শুরু হয়ে অনলাইন ভর্তির আবেদন প্রক্রিয়া চলবে ২৫ নভেম্বর পর্যন্ত।
কর্তৃপক্ষ জানিয়েছে, প্রভাতী শাখায় বাংলা ও ইংরেজি মাধ্যমে এবং দিবা শাখায় শুধুমাত্র বাংলা মাধ্যমে নার্সারী শ্রেনিতে ছাত্রী ভর্তি নেয়া হবে। প্রতিষ্ঠানটির ওয়েবসাইট (www.sagc.edu.bd) থেকে অনলাইন ভর্তি আবেদন করতে হবে। ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে।
নার্সারী শ্রেণির আবেদনকারীদের প্রাথমিক সাক্ষাতকার অনুষ্ঠিত হবে আগামী ১ ডিসেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত। লটারি অনুষ্ঠিত হবে ১৪ ডিসেম্বর।
এছাড়া, নবম শ্রেণির প্রভাতি শাখায় বাংলা ভার্সনে বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগে এবং দিবা শাখায় ইংরেজি ভার্সনে শুধমাত্র ব্যবসায় শিক্ষা বিভাগে ছাত্রী ভর্তি করা হবে। বিজ্ঞান বিভাগের জন্য জিপিএ ৫.০০ এবং ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য জিপিএ ৪.৫০ থাকতে হবে। জেএসসির ফলাফল প্রকাশের পর ভর্তি পরীক্ষার তারিখ কলেজের ওয়েবসাইট ও কলেজের নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে।