দাম কমেছে অপো এ৩এক্স ফোনের

প্রকাশের তারিখ:

শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি কোম্পানি অপো ব্র্যান্ডটির জনপ্রিয় ও স্টাইলিশ স্মার্টফোন ‘অপো এ৩এক্স’ বাজারে আনে ২০২৪ সালের সেপ্টেম্বরে। এই ডিভাইসটির ৪জিবি র‍্যাম এবং ১২৮ জিবি রম ভ্যারিয়েন্ট এখন দেশের অপো অথোরাইজড আউটলেটগুলোতে মিলবে ১ হাজার টাকা কম মূল্যে, ১৪,৯৯০ টাকায়; যেটির বাজারমূল্য আগে ছিল ১৫,৯৯০ টাকা।

এই মোবাইলে আছে মেলিটারি গ্রেড শক রেজিস্ট্যান্স- যেটি ১.২ মিটার ওপর থেকে পড়ে যাওয়া ফোনকেও ক্ষতি থেকে নিরাপত্তা দেয়। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ফোনটি পড়ে গেলে কিংবা স্মার্টফোনের ওপর দিয়ে মোটরসাইকেল চলে যাওয়াসহ যেকোনো পরিস্থিতিতে ডিভাইস থাকে নিরাপদ। এত শক্ত গড়নের দারুণ স্মার্টফোনটি মোটেও পুরু নয় বরং বেশ স্লিম।

‘অপো এ৩এক্স’ এ আরো আছে লিকুইড রেজিস্ট্যান্স। তাই কফি, দুধ, চা, স্যুপ অথবা যেকোনো তরল থেকে ফোন থাকে নিরাপদ। এছাড়া- ডিভাইসটির স্ল্যাশ টাচ টেকনোলজি বৃষ্টির পানিতে কিংবা ভিজা হাতে ফোনটি নির্বিঘ্নভাবে অপারেট করার সুযোগ করে দেয়, স্ট্রিমিং, মেসেজিং করা যায় কোনো বাধা ছাড়াই।

এই স্মার্টফোনে রয়েছে- ৪৫ ওয়াট সুপারভোগ ফ্ল্যাশ চার্জিং সুবিধাযুক্ত ৫,১০০এমএএইচ এর ব্যাটারি। ল্যাব টেস্টে দেখা যায়- ৩০ মিনিটেই ‘অপো এ৩এক্স’ এর ব্যাটারি ৫০ শতাংশ ব্যাটারি সক্ষমতা পূরণ করতে সক্ষম এবং ৭৪ মিনিটেই স্মার্টফোনটি পূর্ণ চার্জ সম্পন্ন করে।

অপো এ৩এক্স-এ ১,০০০ নিটসের পিক ব্রাইটনেস রয়েছে, যা সরাসরি সূর্যালোকের মধ্যেও স্ক্রিনের স্পষ্টতা নিশ্চিত করে।

নতুন মূল্যে অপো এ৩এক্স এখন সারা দেশে পাওয়া যাচ্ছে।

রিপ্লাই লিখুন:

আপনার মন্তব্য লিখুন!
অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন

শেয়ার করুন:

জনপ্রিয়

এ সম্পর্কিত আরও কিছু পোস্ট
Related

১৮ মার্চ বাংলাদেশে আসছে অনার এক্স৯সি স্মার্টফোন

অবশেষে দেশের বাজারে বৈশ্বিকভাবে সাড়া ফেলে দেয়া স্মার্টফোন ‘অনার...

জাইসের ক্যামেরা নিয়ে এলো ভিভো ভি৫০ ফাইভজি

আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হলো ভিভোর ভি সিরিজের সবচেয়ে উন্নত...

দেশে অলরাউন্ড পারফরম্যান্সের ‘অপো এ৫ প্রো’ উন্মোচিত

জনপ্রিয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড ‘অপো’ রাজধানী ঢাকায় এক অনাড়ম্বর...

বিকাশ ও হুয়াওয়ে পেল ‘বেস্ট ফিনটেক ইনোভেশন’ অ্যাওয়ার্ড

ডিজিটাল ঋণসেবা চালুর স্বীকৃতিস্বরূপ বিকাশ ও হুয়াওয়ে জিএসএমএ গ্লোমো...