বাংলাদেশের বাজারে স্যামসাংয়ের গ্যালাক্সি নোট সিরিজের নতুন ফ্ল্যাগশিপ ডিভাইস নোট নাইন প্রি-অর্ডারের জন্য আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে। রাজধানীতে রবির কর্পোরেট কার্যালয়ে ডিভাইসটি উন্মোচন করা হয়। অংশীদার হিসেবে স্যামসাং মোবাইল বাংলাদেশের সঙ্গে কাজ করেছে দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল সেবাদানকারী প্রতিষ্ঠান রবি।
পারফরম্যান্স, নতুন এস পেনের অভিনব কার্যকারিতা এবং স্যামসাং-এর ইন্টেলিজেন্ট ক্যামেরা নোট নাইনের আভিজাত্য প্রকাশের ক্ষেত্রে দারুণভাবে কাজ করে। ওশেন ব্লু এবং মেটালিক কপার রঙের গ্যালাক্সি নোট নাইন ব্যবহারকারীদের প্রিমিয়াম স্মার্টফোন ব্যবহারের ক্ষেত্রে অন্য সবার থেকে বিশেষভাবে আলাদা করে রাখবে।
উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্যামসাং মোবাইল বাংলাদেশের জেনারেল ম্যানেজার বোমিন কিম; হেড অব মোবাইল মুইদুর রহমান; হেড অব প্রোডাক্ট মোহাম্মদ ইফতেখার হোসেন এবং রবির ভারপ্রাপ্ত ম্যানেজিং ডিরেক্টর ও সিইও রুহুল আমিনসহ প্রতিষ্ঠানটির অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা।
ইতিমধ্যে আন্তর্জাতিক বাজারে গ্যালাক্সি নোট নাইনের প্রি-অর্ডার ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশে ১৩ আগস্ট থেকে শুরু হয়ে আগামী ২ সেপ্টেম্বর পর্যন্ত প্রি-অর্ডার করা যাবে।
৯৪ হাজার ৯০০ টাকা মূল্যের গালাক্সি নোট নাইন অগ্রিম বুকিং দিতে হলে আগ্রহী ক্রেতাদের ১০ হাজার টাকা জমা দিতে হবে। প্রি-অর্ডার দেয়া ক্রেতারা নোট নাইনের সঙ্গে উপহার হিসেবে পাবেন একটি জেবিএল ফ্লিপ ফোর স্পিকার কিংবা একটি ওয়্যারলেস চার্জার। এছাড়া রয়েছে ০% ইন্টারেস্ট বা সুদে সর্বোচ্চ ৩৬ মাসের ইএমআই বা কিস্তি সুবিধার পাশাপাশি ওয়ান-টাইম ফ্রি স্ক্রিণ রিপ্লেসমেন্ট সুবিধা।
উল্লেখ্য, ক্রেতারা বিকাশ দিয়ে পেমেন্ট করলে ১০ হাজার টাকা ক্যাশব্যাক এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের নির্দিষ্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে চার হাজার ২৪৫ টাকা ক্যাশব্যাকের সুযোগ পাবেন।
প্রতিটি স্যামসাং গ্যালাক্সি নোট নাইন ক্রয়ে রবি গ্রাহকরা পাবেন ১৪ দিন মেয়াদের ৯জিবি ফ্রি ডাটা, যেখানে সাধারন ইন্টারনেট ব্যবহারের জন্য ৫জিবি এবং আইফ্লিক্স ব্যবহারের জন্য ৪জিবি ডাটা বরাদ্দ থাকবে।
রবি শপ, গ্রামীণফোন শপ, পিকাবো ও নোট৯ এর অফিসিয়াল প্রি-অর্ডার সাইট থেকে ডিভাইসটি প্রি-অর্ডার করা যাবে।