স্কলাস্টিকায় নিরাপদ ইন্টারনেট ক্যাম্পেইন অনুষ্ঠিত

ইন্টারনেটে কীভাবে নিরাপদ থাকা যায় সে বিষয়ে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে সচেতনতা তৈরিতে দেশব্যাপী অনুষ্ঠিত হচ্ছে ‘নিরাপদ ইন্টারনেট’ বিষয়ক ক্যাম্পেইন। গ্রামীণফোন, টেলিনর ও ইউনিসেফের যৌথ আয়োজনে ক্যাম্পেইনটি বাস্তবায়ন করছে চ্যাম্পসটোয়েন্টিওয়ান ডটকম। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর ২০১৮) রাজধানীর স্কলাস্টিকা সিনিয়র ক্যাম্পাসে নিরাপদ ইন্টারনেট বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে বিভিন্ন সেশনে প্রায় ১২০০ শিক্ষার্থীকে কীভাবে নিরাপদে ইন্টারনেট ব্যবহার করা যায় সে বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়। ইন্টারনেটকে কীভাবে পড়ালেখা, যোগাযোগসহ দৈনন্দিন বিভিন্ন প্রয়োজনে ব্যবহার করা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে কী করা উচিত ও কী করা উচিত নয়, কীভাবে নিজের অ্যাকাউন্ট সুরক্ষিত রাখা যায়, সাইবার বুলিং থেকে রক্ষা ও সাইবার বুলিংয়ের শিকার হলে কী করণীয় এসব বিষয়ে বিষদভাবে আলোচনা করা হয়। এ বিষয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের করণীয় ও বর্জণীয় বিষয় নিয়ে আলাদা লিফলেটও বিতরণ করা হয়।

পাশাপাশি অনলাইন নিরাপত্তা সম্পর্কিত বিষয়গুলো সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কিংবা সাইবার অপরাধের শিকার হলে ‘নিরাপদ ইন্টারনেট’ ক্যাম্পেইনের হেল্পলাইন নাম্বার ১০৯৮ এ কল করার বিষয়েও শিশুদেরকে অবহিত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কলাস্টিকা সিনিয়র ক্যাম্পাসের হেড অব সেকশন (সিনিয়র ভাইস প্রিন্সিপাল) ফারাহ সোফিয়া আহমেদসহ সংশ্লিষ্ট শ্রেণির শিক্ষকবৃন্দ, ইউনিফেস বাংলাদেশের চাইন্ড প্রোটেকশন বিশেষজ্ঞ শাবনাজ জাহেরিন, চ্যাম্পসটোয়েন্টিওয়ান ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা রাসেল টি আহমেদ প্রমুখ।

রিপ্লাই লিখুন:

আপনার মন্তব্য লিখুন!
অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন