· জয়ী দল: ভারত (১৩৭ রানে দক্ষিণ আফ্রিকা পরাজিত।)
· দলীয় স্কোর: ভারত ৫০ ওভারে ৩০৭/৭
দক্ষিণ আফ্রিকা ৪০.২ ওভারে ১৭৭/১০
· ম্যান অব দি ম্যাচ: ভারতের শেখর ধাওয়ান (১৪৬ বলে ১৩৭ রান)
· ম্যাচের সেরা ব্যাটসম্যান: ভারতের শেখর ধাওয়ান (১৪৬ বলে ১৩৭ রান)
· ম্যাচের সেরা বোলার: ভারতের রবিচন্দ্রন অশ্বিন (৪১ রানে ৩ উইকেট)
· সবচেয়ে বেশি বাউন্ডারি (চার) মেরেছেন: ভারতের শেখর ধাওয়ান (১৬টি)
· সবচেয়ে বেশি ওভার বাউন্ডারি (ছক্কা) মেরেছেন: ভারতের আজিঙ্কা রাহানে (৩টি)
· ম্যাচের সেরা স্ট্রাইকরেট: ভারতের মহেন্দ্র সিং ধোনি (১৬৩.৬৩)
· সর্বাধিক বল খেলেছেন: ভারতের শেখর ধাওয়ান (১৪৬ বল)
· সেরা পার্টনারশিপ: ভারতের শেখর ধাওয়ান-বিরাট কোহলি (২য় উইকেট জুটিতে ১৪৬ বলে ১২৭ রান)
· হাফসেঞ্চুরি সংখ্যা: ভারত ১টি, করেছেন আজিঙ্কা রাহানে
দক্ষিণ আফ্রিকা ১টি) করেছেন ফাফ ডু প্লেসিস
· সেঞ্চুরি সংখ্যা: ভারত (১টি) করেছেন শেখর ধাওয়ান
· দ্রুততম হাফ সেঞ্চুরি: ভারতের আজিঙ্কা রাহানে (৪০ বল)
· দ্রুততম সেঞ্চুরি: ভারতের শেখর ধাওয়ান (১২২ বল)
· মোট বাউন্ডারি ও ওভার বাউন্ডারি সংখ্যা: ভারত(৩১টি চার ও ৫টি ছক্কা), দক্ষিণ আফ্রিকা (১৫টি চার)
· সবচেয়ে বেশি রান দিয়েছেন: দক্ষিণ আফ্রিকার ওয়েইন পারনেল ( ৯ ওভারে ৮৫ রান)
· সবচেয়ে বেশি ইকোনমি রেট: দক্ষিণ আফ্রিকার ওয়েইন পারনেল (৯.৪৪)
· সবচেয়ে কম ইকোনমি রেট: ভারতের সুরেশ রায়না(৩.০০)
· সর্বাধিক ক্যাচ: ভারতের শেখর ধাওয়ান (২টি)
· এক ওভারে বেশি রান দিয়েছেন: দক্ষিণ আফ্রিকার ওয়েইন পারনেল (১৪ রান)
· অতিরিক্ত রান: ভারত (লেগবাই ২, ওয়াইড ৬, নো বল ২)
দক্ষিণ আফ্রিকা (বাই ১, ওয়াইড ৬)
অন্যরকম কিছু রেকর্ড :
এই প্রথম কোনো ম্যাচে ১০০ বা তার বেশি রানে হারল দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এটাই বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ভারতের প্রথম জয়। ভারতের বিপক্ষে আগের তিন ম্যাচেই সেঞ্চুরি করা দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক এবার মাত্র ৭ করেই আউট হয়েছেন।
নির্ধারিত সময়ের মধ্যে সব ওভার শেষ করতে পারেনি দক্ষিণ আফ্রিকা। 'স্লো ওভার রেট' -এর কারণে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সকে ফির ২০ শতাংশ এবং দলের বাকি সদস্যদের ম্যাচ ফির ১০ শতাংশ করে জরিমানা করেন ম্যাচ রেফারি জেফ ক্রো।