সিঙ্গাপুর স্কুলের ২য় ক্যাম্পাসের যাত্রা শুরু

গত ৩১ জানুয়ারি উৎসবমুখর পরিবেশে সিঙ্গাপুর স্কুল কিন্ডারল্যান্ড উদ্বোধন করলো তাদের দ্বিতীয় ক্যাম্পাস।

 

উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গসহ অনুষ্ঠানে প্রায় ৪৫০ জন অভিভাবক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি উদ্বোধন করেন ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের প্রতিষ্ঠাতা ট্রাস্টি জনাব কাইয়ুম খান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিঙ্গাপুর বাংলাদেশ এডুকেয়ার সার্ভিস লিমিটেডের চেয়ারপারসন ড. তৌফিকুল আলম, ম্যানেজিং ডিরেক্টর খন্দকার এ মুক্তাদির প্রমুখ।

উল্লেখ্য ২০০৫ সালে যাত্রা শুরু করে সিঙ্গাপুর স্কুল কিন্ডারল্যান্ড। তখন থেকেই সিঙ্গাপুর কিন্ডারল্যান্ডের একটি স্বীকৃত ফ্রেঞ্চাইজ হিসেবে স্কুল পরিচালনা করছে শিক্ষা প্রতিষ্ঠানটি। প্রায় এক দশক ধরে শিক্ষার্থীদের যুগোপযােগী আধুনিক আন্তর্জাতিকমানের শিক্ষাদান করে আসছে এই প্রতিষ্ঠান।

সাফল্যের ধারা অব্যাহত রাখতে এবং আরও উন্নত শিক্ষাদানের লক্ষ্যে এবার নিজেদের ২য় ক্যাম্পাস চালু করলো সিঙ্গাপুর স্কুল কিন্ডারল্যান্ড। এই স্কুলে একটি বহুজাত সাংস্কৃতিক পরিবেশে বিভিন্ন দেশের শিক্ষার্থীরা পড়াশোনা করে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন!
অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন