ফুটবল, ক্রিকেট বা ব্যাডমিন্টনে প্রায় সময়ই আমরা ‘জমানো’ বলে একটা শব্দ ব্যবহার করে থাকি। ইংরেজিতে একে বলা হয় Keepie uppie বা Keepie-ups । মূলত শরীরের বিভিন্ন অঙ্গ ব্যবহার করে বল মাটিতে পড়তে না দেয়াটাকেই কিপি-আপি বলা হয়।
কিপি-আপি কৌশলটা মূলত শুরু হয় ফুটবল থেকে। পা, হাঁটু, বুক, মাথা দিয়ে বল শূন্যে ধরে রাখাটাই এই খেলার মূল কৌশল। জাপানের ইম্পেরিয়াল কোর্টে আগে ‘কেমারি’ নামে এই ধরণের একটা খেলা হতো।
২য় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে স্কটল্যান্ডে শুরু হয় কিপি-আপি খেলার। তবে সেসময় এটি ফ্রিস্টাইল গেম নামে পরিচিত ছিল। পরবর্তীতে এ খেলায় খেলোয়াড়দের দক্ষতা বাড়তে শুরু করে।
সবচেয়ে লম্বা সময় ধরে কিপি-আপি করার রেকর্ড করেছেন ইংল্যান্ডের ড্যান ম্যাগনেস। ২০১০ সালে হংকঙের এক ইভেন্টে তিনি ২৬ ঘণ্টা টানা কিপি-আপি করেন।
ফুটবল ছাড়াও ক্রিকেট ও হকিতে ব্যাট দিয়ে বল কিপি-আপি করা যায়। ব্যাডমিন্টনে র্যাকেট দিয়ে নিজে নিজে ব একাধিক খেলোয়াড় মিলে কিপি-আপি করা সম্ভব। অনেক সময় এটি খেলার একটি কৌশল হয়ে যায় যেমন হকি খেলায়।