· ভেন্যু: মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড, অস্ট্রেলিয়া।
· জয়ী দল: অস্ট্রেলিয়া ৭ উইকেটে নিউ জিল্যান্ডকে পরাজিত করেছে।
· দলীয় স্কোর: o নিউজিল্যান্ড ৪৩ ওভারে ১৮৩/১০
o অস্ট্রেলিয়া ৩৩.১ ওভারে ১৮৬/৩
· ম্যান অব দি ফাইনাল: অস্ট্রেলিয়ার জেমস ফকনার (৩৬ রানে ৩ উইকেট)
· ম্যান অব দি টুর্নামেন্ট: অস্ট্রেলিয়ার মিশেল স্টার্ক (৮ ম্যাচে ২২ উইকেট)
· ম্যাচের সেরা ব্যাটসম্যান: নিউ জিল্যান্ডের গ্রান্ট ইলিয়ট (৮২ বলে ৮৩ রান)
· ম্যাচের সেরা বোলার: অস্ট্রেলিয়ার মিশেল জনসন (৩০ রানে ৩ উইকেট)
· সবচেয়ে বেশি বাউন্ডারি (চার) মেরেছেন: অস্ট্রেলিয়ার মাইকেল ক্লার্ক (১০টি)
· সবচেয়ে বেশি ওভার বাউন্ডারি (ছক্কা) মেরেছেন: নিউ জিল্যান্ডের মার্টিন গাপটিল, গ্রান্ট ইলিয়ট, টিম সাউদি ও অস্ট্রেলিয়ার মাইকেল ক্লার্ক (১টি)
· ম্যাচের সেরা স্ট্রাইকরেট: অস্ট্রেলিয়ার মাইকেল ক্লার্ক (১০২.৭৭)
· সর্বাধিক বল খেলেছেন: নিউ জিল্যান্ডের গ্রান্ট ইলিয়ট (৮২ বল)
· সেরা পার্টনারশিপ: অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ-মাইকেল ক্লার্ক(৩য় উইকেট জুটিতে ১১৩ বলে ১১২ রান)
· হাফসেঞ্চুরি সংখ্যা: নিউজিল্যান্ড ১টি। করেছেন- গ্রান্ট ইলিয়ট।
অস্ট্রেলিয়া ২টি। করেছেন- স্টিভ স্মিথ ও মাইকেল ক্লার্ক।
· দ্রুততম হাফসেঞ্চুরি: নিউ জিল্যান্ডের গ্রান্ট ইলিয়ট (৫১ বলে)
· মোট বাউন্ডারি ও ওভার বাউন্ডারি সংখ্যা: নিউজিল্যান্ড (১২টি চার ও ৩টি ছক্কা), অস্ট্রেলিয়া (২০টি চার ও ১টি ছক্কা)
· সবচেয়ে বেশি রান দিয়েছেন: নিউ জিল্যান্ডের টিম সাউদি (৮ ওভারে ৬৫ রান)
· সবচেয়ে বেশি ইকোনমি রেট: নিউ জিল্যান্ডের টিম সাউদি (৮.১২)
· সবচেয়ে কম ইকোনমি রেট: অস্ট্রেলিয়ার মিশেল স্টার্ক(২.৫০)
· সর্বাধিক ক্যাচ: অস্ট্রেলিয়ার ব্রাড হাডিন (২টি)
· এক ওভারে বেশি রান দিয়েছেন: নিউজিল্যান্ডের টিম সাউদি (১৭ রান)
· অতিরিক্ত রান: o নিউজিল্যান্ড (লেগবাই ৭, ওয়াইড ৬)
o অস্ট্রেলিয়া (লেগবাই ৩, ওয়াইড ৬)
অন্যরকম কিছু রেকর্ড:
পঞ্চমবারের মত বিশ্বকাপের শিরোপা জিতল অস্ট্রেলিয়া। ১৯৮৭, ১৯৯৯, ২০০৩ ও ২০০৭ সালের পর আবার বিশ্বকাপ শিরোপা জেতে প্রতিযোগিতার সফলতম এই দলটি। নিজদেশে প্রথম বার কাপ জিতল তারা।
প্রথমবার ফাইনাল খেলতে মাঠে নামা নিউ জিল্যান্ডকে এবার রানার্স আপ হয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে।
ফাইনাল ম্যাচটি বিশ্বকাপের ৪০০ তম ম্যাচ।
সবচেয়ে বেশী বয়সী অস্ট্রেলিয়ান হিসেবে বিশ্বকাপ জয়ী দলের সদস্য হলেন ৩৭ বছর বয়সী ব্রাড হাডিন।
প্রথম ওভারেই শূন্য রানে আউট হয়ে অধিনায়ক হিসেবে বিশ্বকাপের ফাইনালে সর্বপ্রথম শূন্য রানে আউট হলেন কিউই তারকা ব্রেন্ডন ম্যাককালাম।