দুয়ারে কড়া নাড়ছে বিশ্বকাপ ক্রিকেটের ১১তম আসর। ক্রিকেট মহাযজ্ঞের এ আসর মাঠে গড়ানোর আর খুব বেশী দিন বাকি নেই। আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের ভেন্যুতে গড়াচ্ছে বিশ্ব সেরার লড়াই। এবার এতে অংশ নিচ্ছে ১৪টি দল। বিশ্বকাপের এই দলগুলোর ধারাবাহিক পরিচিতির ২য় পর্বে আজ থাকছে অস্ট্রেলিয়া।
বিশ্বকাপ ক্রিকেটের সবচেয়ে সফল দলটির নাম কী? নির্দ্বিধায় বলে দেয়া যায় ‘অস্ট্রেলিয়া’। কারণ অস্ট্রেলিয়া একমাত্র দল যারা ৬ বার বিশ্বকাপের ফাইনাল খেলেছে। জিতেছে সর্বাধিক চারবার ১৯৮৭, ১৯৯৯, ২০০৩ এবং ২০০৭ ।
৯৬ এর ফাইনালে শ্রীলঙ্কার কাছে হেরে পরবর্তী তিনটি বিশ্বকাপ ঘরে তোলে অস্ট্রেলিয়া। ২০১১ বিশ্বকাপে এই উপমহাদেশে সুবিধা করতে পারেনি অজিরা। কোয়ার্টার ফাইনালে যুবরাজ সিং-এর অলরাউন্ড নৈপুণ্যে ভারতের কাছে পাঁচ উইকেটে হেরে বিদায় নেয় চারবারের চ্যাম্পিয়নরা। তবে এবার সুযোগ নিজেদের মাঠে পাঁচবার বিশ্বজয়ের তকমা লাগানোর।
বিশ্বকাপ ক্রিকেটে টানা ৩৪টি ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড রয়েছে তাদের। এ পর্যন্ত তারা ১০টি বিশ্বকাপে অংশ নিয়ে মোট খেলেছে ৭৬টি ম্যাচ, জিতেছে ৫৫টি, হেরেছে ১৯টি এবং ১ টি ম্যাচ টাই হয়েছে। বর্তমান আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ে ১ নম্বরে আছে অস্ট্রেলিয়া।
গ্রুপ ‘এ’-তে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ আফগানিস্তান, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, স্কটল্যান্ড এবং বাংলাদেশ। তাদের প্রথম ম্যাচ মেলবোর্নে ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে।
২০০৭ বিশ্বকাপের পরে একসাথে অনেক তারকা ক্রিকেটার অবসর নেয়ার কারণে তাদের সাময়িক ছন্দপতন ঘটে। তবে সম্প্রতি ভারতের সাথে টেস্ট সিরিজ জয় এবং ট্রাইনেশন সিরিজে জয়ের ধারাবাহিকতা বজায় রেখে নিজেদের সাফল্য প্রমাণ করেছে। বিশ্বকাপ দলের নেতৃত্বে থাকবেন মাইকেল ক্লার্ক।
তবে হ্যামস্ট্রিং ইনজুরির কারনে প্রথম কয়েকটি ম্যাচ নাও খেলতে পারেন ক্লার্ক। তার অনুপস্থিতিতে দলের হাল ধরবেন জর্জ বেইলি। দলে রয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল, জেমস ফকনার, মিশেল স্টার্ক, মিশেল জনসনের মত বেশ কয়েকজন তারকা খেলোয়াড়। তারা যেকোন মুহূর্তে খেলার গতিপথ পাল্টে দিতে পারেন।
দুরন্ত ফর্মে থাকা ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথও বিশ্বকাপ জয়ের নায়ক হতে পারেন। বিশ্বকাপে অস্ট্রেলিয়া দলের কোচের দায়িত্বে আছেন ড্যারেন লেহম্যান।
একনজরে অস্ট্রেলিয়া দল
বিশ্বকাপে অংশগ্রহন: ১৯৭৫ থেকে সবগুলো।
সেরা সাফল্য: ১৯৮৭, ১৯৯৯ , ২০০৩, ২০০৭ সালের চ্যাম্পিয়ন।
কোচ : ড্যারেন লেহম্যান(অস্ট্রেলিয়া) ।
১৫ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড: মাইকেল ক্লার্ক (অধিনায়ক, জর্জ বেইলি (সহ-অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ, শেন ওয়াটসন, স্টিভ স্মিথ, ব্রাড হ্যাডিন (উইকেটরক্ষক), গ্লেন ম্যাক্সওয়েল, মিশেল মার্শ, জেমস ফকনার, মিশেল জনসন, মিশেল স্টার্ক, জোস হ্যাজলউড, প্যাট কামিন্স ও জাভিয়ের দোহার্টি।
নজর কাড়তে পারেন : স্টিভ স্মিথ, মিশেল স্টার্ক।
বিশ্বকাপে দলে নেই এমন তারকা: পিটার সিডল, নাথান লায়ন।
শেষ বিশ্বকাপ: হ্যামস্ট্রিং ইনজুরির কারণে আপাতত বিশ্রামে থাকা অসি অধিনায়ক মাইকেল ক্লার্ক এবং উইকেটকিপার ব্যাটসম্যান ব্রাড হাডিনও ক্রিকেট থেকে অবসর নিতে পারেন।